টেস্ট সিরিজে দুর্দান্ত খেললেও প্রোটিয়াদের মাটিতে ওয়ানডে সিরিজে হেরেই চলেছে শ্রীলঙ্কা। প্রথম তিন ম্যাচে হারার পর চতুর্থ ওয়ানডেতেও গতকাল হেরে হোয়াইটওয়াশের শঙ্কায় পড়েছে মালিঙ্গারা। তবে এ ম্যাচে ৯ নম্বরে নেমে এক ওভারে ৩২ রান নিয়ে ৭৮ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছে পেসার ইসুরু উদানা।
তিনি যখন উইকেটে আসেন তখন মাত্র ৯৭ রানে ৭ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছে শ্রীলঙ্কা। এরপর শেষ তিন উইকেটে আরও ৯২ রান যোগ করেছে লঙ্কানরা। যার মধ্যে ৭৮ রানই এসেছে উদানার ব্যাট থেকে। দশম উইকেট জুটিতে কাসুন রাজিথাকে সঙ্গে নিয়ে যোগ করেছেন শ্রীলঙ্কার রেকর্ড ৫৮ রান।
ইনিংসের ২৫তম ওভারে উইকেটে এসে উদানা দশম ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন ৪০তম ওভারের দ্বিতীয় বলে। মাঝের সময়ে খেলেছেন ৫৭টি বল। এর মধ্যে ৭টি বল তিনি সীমানা ছাড়া করেছেন গড়িয়ে, ৪ বার মাঠ পার করেছেন হাওয়ায় ভাসিয়ে।
সবচেয়ে বেশি ঝড়টা গিয়েছে মাত্র পঞ্চম ওয়ানডে খেলতে নামা এনরিচ নর্ৎজের ওপর দিয়ে। তার এক ওভারে পরপর তিন ছক্কাসহ মোট ৪টি ছক্কা ও ২টি চার মেরেছেন উদানা। অথচ উদানার সামনে পড়ার আগে নর্ৎজের বোলিং ফিগার ছিল ৬-০-১৯-৩, যা শেষপর্যন্ত দাঁড়ায় ৮-০-৫৭-৩ এ!
উদানার ইনিংস বাদ দিলে বলার মতো কোনো রানই করতে পারেনি শ্রীলঙ্কার বাকি ব্যাটসম্যানরা। আভিশকা ফার্নান্দো ২৯, ধনঞ্জয় ডি সিলভা ২২, কুশল মেন্ডিস ২১ ও থিসারা পেরেরা ১২ ব্যতীত আর কেউই পারেননি দুই অঙ্ক ছুঁতে।
লঙ্কানদের দেওয়া ১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩২.৫ ওভারেই ৬ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌছে যায় প্রোটিয়ারা। তবে হারলেও দুর্দান্ত ইনিংসে ম্যাচ সেরা হয়েছেন উদানা।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন