অনুশীলন শুরু করলেও মেডিকেল রিপোর্ট বলছে অন্তত ২০ তারিখের আগে ম্যাচ খেলার মত অবস্থায় নেই সাকিব। ফলে নিশ্চিতভাবেই মিস করছেন ১৬ মার্চ থেকে শুরু হওয়া নিউজিল্যান্ডের বিপিক্ষে তৃতীয় ও শেষ টেস্ট। ব্যাপারটি নিশ্চিত করেছেন বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি জানান, ‘আগামী ২০ তারিখের আগে ফেরা হচ্ছে না সাকিবের। এরপর মেডিকেল রিপোর্ট দেখে বুঝা যাবে কোন অবস্থায় আছে। তাই আপাতত নিউজিল্যান্ড যাওয়ার কোন সম্ভাবনাই নাই।’
ফলে ২২ গজের ক্রিকেটে ব্যাট-প্যাডের সাকিবকে দেখতে আইপিএলের দিকেই তাকিয়ে থাকতে হবে ভক্ত-সমর্থকদের। ২৩ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলের ১২ তম আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খলবেন টাইগার অলরাউন্ডার। ২৪ মার্চ কোলকাতার ইডেন গার্ডেনে কোলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সাকিবদের প্রথম ম্যাচ।
এর আগে সেপ্টেম্বরে এশিয়া কাপের মাঝ পথেই চোট নিয়ে আরব আমিরাত থেকে দেশে ফেরেন সাকিব। অস্ত্রোপচার, চিকিৎসা শেষে ঘরের মাঠে ডিসেম্বরে উইন্ডিজ সিরিজ দিয়ে প্রত্যাবর্তন করেন ২২ গজে। এদিকে ২২ এপ্রিল থেকেই প্রাথমিক দল নিয়ে বিশ্বকাপ অনুশীলন শুরু করার কথা রয়েছে বাংলাদেশ দলের।
সানরাইজার্স হায়দ্রাবাদঃ ইউসুফ পাঠান, রশিদ খান, সাকিব আল হাসান, ডেভিড ওয়ার্নার,অভিষেক শর্মা, ঋদ্ধিমান সাহা, বাসিল থাম্পি, বিলি স্ট্যানলেক, ভুবনেশ্বর কুমার, মানিশ পাণ্ডে, বিজয় শঙ্কর।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সানরাইজার্স হায়দ্রাবাদের সমর্থকদের মাঠে এসে দলকে সমর্থন করার আহবান জানিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান।
ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা সাকিব আইপিএল দিয়ে ক্রিকেটে ফিরতে যাচ্ছেন। বিপিএল ফাইনালে ইনজুরির শিকার হয়ে প্রায় দেড় মাসের মতন খেলার বাইরে ছিলেন তিনি।
আঙ্গুলের ইনজুরির কারণে নিউজিল্যান্ড সিরিজে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে পারেননি সাকিব। তাই আসন্ন আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলতে মুখিয়ে আছেন তিনি। সমর্থকদেরও হায়দ্রাবাদের ম্যাচ সরাসরি দেখতে উদ্বুদ্ধ করছেন সাকিব।
‘হ্যালো, অরেঞ্জ আর্মি। সাকিব আল হাসান বলছি, প্রথম ম্যাচটি সবসময়ই আলাদা গুরুত্ব বহন করে। এটাকে আরও বিশেষায়িত করে অরেঞ্জ আর্মির জন্য উচ্ছ্বাস করা। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ম্যাচের টিকেট সংগ্রহ করুন,’ এক ভিডিও বার্তায় বলেছেন সাকিব।
আইপিএলের দ্বাদশ আসর মাঠে গড়াবে চলতি মাসের ২৩ তারিখ। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে সাকিব এবারের আইপিএলে তাঁর প্রথম ম্যাচ খেলবেন ২৪ মার্চ। সাকিবের প্রথম ম্যাচে প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন