শিরোনাম

প্রচ্ছদ /   ১৫০ স্ট্রাইক র‍্যাটে রানের পাহাড় গড়ছেন মাশরাফি ও সাইফুদ্দিন

১৫০ স্ট্রাইক র‍্যাটে রানের পাহাড় গড়ছেন মাশরাফি ও সাইফুদ্দিন

Avatar

বৃহস্পতিবার, মার্চ ১৪, ২০১৯

প্রিন্ট করুন

ডিপিএলে আজকেই প্রথম মাঠে নেমেছিলেন মাশরাফি মর্তুজা। আর এই ম্যাচে ব্যাটিংয়ে নেমে ঝড় তুলেছেন টাইগার অধিনায়ক। সাথে দায়িত্ব নিয়ে ম্যাচকে এগিয়ে নিয়েছেন সাইফ, শান্ত ও মোসাদ্দেক। এই চার তারকার ব্যাটে ভর করে ৫০ ওভারে ২৩৬ রান করে আবহানী।

মিরপুরের হোম অফ ক্রিকেটে ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) শক্তিশালী আবাহনীর বিপক্ষে মাঠে নেমেছে ব্রাদার্স ইউনিয়ন। ম্যাচটিতে আবাহনীকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ব্রাদার্স দলপতি মোহাম্মদ শরিফ।

শান্ত-সাব্বিরের বিদায়ঃ

অর্ধশতকের আশা জাগিয়ে শেষ পর্যন্ত ব্যক্তিগত ৪৪ রানে নাঈম ইসলাম জুনিয়রকে উইকেট ছুঁড়ে দেন শান্ত। তাঁর বিদায় নেয়ার খানিক পরই ব্যক্তিগত ১৩ রানে শরিফুল্লাহর বলে লেগ বিফরের ফাঁদে পড়েন সাব্বির।

দ্রুত দুই উইকেট হারালেও ফিফটি তুলে নেন অধিনায়ক মোসাদ্দেক। ৫৪ রানে তিনিও নাঈম ইসলামকে উইকেট ছুঁড়ে দেন। তাঁর বিদায়ে ক্রিজে নেমেছেন মাশরাফি বিন মর্তুজা।

শান্ত-মোসাদ্দেকের জুটিঃ

৫৬ রানে ৩ উইকেট হারালেও নাজমুল হোসেন শান্ত এবং মোসাদ্দেক হোসেন সৈকত মিলে হাল ধরেছেন আবাহনীর পক্ষে। ধীরগতিতে ব্যাট করলেও দলের পক্ষে স্কোরবোর্ডে রান যোগ করছেন তাঁরা।

ব্যর্থ ওপেনাররাঃ

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয় নি বর্তমান চ্যাম্পিয়নদের। স্কোরবোর্ডে ১২ রান যোগ করতেই প্যাভিলিয়নে ফিরেছেন জাহিদ জাভেদ। তিন নম্বরে নামা ভারতীয় রিক্রুট ওয়াসিম জাফরও দ্রুত বিদায় নেন এরপর। ১২তম ওভারে তাঁকে সাজঘরে পাঠান ব্রাদার্সের ভারতীয় রিক্রুট চিরাগ জানি।

সংক্ষিপ্ত স্কোরঃ আবাহনী ২২৬/৬ (সাইফুদ্দিন ৫৬*, মাশরাফি ২৬*)

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন