সর্বশেষ এশিয়া কাপের ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে লিটন যেভাবে আউট হয়েছিলেন আজ অজিদের বিপক্ষে খেলতে নেমে সেই একই আউটের শিকার হয়েছেন ভারতীয় ব্যাটসম্যান রাবিন্দ্র জাদেজা।
সিরিজ নির্ধারনী ম্যাচে অস্ট্রেলিয়ার দেওয়া ২৭৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৩২ রানেই রোহিত সহ ৫ উইকেটে হারিয়ে যখন ধুকছিল ভারত সেই একই ওভারের পঞ্চম বলে জাম্পার দুর্দান্ত ঘূর্ণিতে রোহিতের মতোই স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন জাদেজা। আউটের আবেদন করলে থার্ড অ্যাস্পায়ারের স্বরনাপন্ন হন মুল অ্যাম্পায়াররা।
রিভিউতে দেখা যায় বল যে সময় স্টাম্পে লাগে তখনই ব্যাটও লাইনে অবস্হান করছে। অর্থাৎ যাকে বলা হয় অন দ্যা লাইনে। আইসিসি নিয়ম অনুযায়ী যেটিকে আউট ঘোষণা করেন থার্ড অ্যাম্পায়ার। এশিয়া কাপে একইভাবে আউট হয়েছিলেন বাংলাদেশী ওপেনার লিটন দাস।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন