পিএসএলের চতুর্থ আসর প্রায় শেষের দিকে। আসরের শেষ অংশের খেলা গুলো হচ্ছে পাকিস্তানের করাচিতে। কড়া নিরাপত্তা ব্যবস্থার মাঝে খেলাগুলো কোন সমস্যা ছাড়াই শেষ হবে এমন আশা পিসিবির। সফলভাবে পিএসএল শেষ হলে এর প্রভাব পাকিস্তান আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতেও সহায়তা করবে।
পিএসএলের ফাইনাল দেখার জন্য পিসিবি বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের নিরাপত্তা কর্মকর্তাদের আমন্ত্রণ জানিয়েছে করাচিতে। এছাড়াও বিসিবি ও এসিসি প্রধান নাজমুল হাসান পাপনকেও পিসিবি আমন্ত্রণ জানিয়েছে করাচির ফাইনাল দেখার জন্য। তাদের আমন্ত্রণের মাধ্যমে পিসিবি তাদের দেখাতে চায় পাকিস্তান আন্তর্জাতিক ক্রিকেটের জন্য নিরাপদ। পিসিবির ইচ্ছা খুব শীঘ্রই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করার।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনকে পিসিবির এক কর্মকর্তা জানিয়েছে বাংলাদেশকে তারা পাকিস্তানে পুরো একটি সিরিজ খেলার জন্য অনুরোধ করবে। এ়ফটিপি অনুযায়ী আগামী বছর জানুয়ারিতে পাকিস্তান বাংলাদেশকে আতিথ্য দিবে একটি হোম সিরিজের জন্য। হাতেগোনা কিছু সিরিজ বাদে পাকিস্তানের সকল হোম সিরিজই এতদিন সংযুক্ত আরব আমিরাতে হয়ে আসছে। তবে পিসিবির ইচ্ছা বছরের শেষে শ্রীলঙ্কা সিরিজ ও পরে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে পাকিস্তানের মাটিতে লম্বা সময় পর টেস্ট ক্রিকেট ফিরবে।
যেহেতু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন পাকিস্তানে আসবেন তাদের আশা তিনি এখানের নিরাপত্তা ব্যবস্থা দেখে সন্তুষ্ট হয়ে বাংলাদেশ জাতীয় দলকে পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য পাকিস্তান পাঠাতে রাজি হবে। শ্রীলঙ্কান ক্রিকেটারদের উপর জঙ্গি হামলার পর পাকিস্তান শুধু বাংলাদেশ ও জিম্বাবুয়ে বাদে সকল দলের বিপক্ষে আরব আমিরাতে হোম সিরিজ খেলেছে।
আগেও বাংলাদেশ জাতীয় দলের একাধিক বার পাকিস্তান সফরের কথা থাকলেও শেষ মুহুর্তে নিরাপত্তার অভাব দেখিয়ে তা বাতিল করতে বাধ্য হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে বাংলাদেশ নারী দল পাকিস্তান সফর করেছে। ইমার্জিং এশিয়া কাপে নিজেদের গ্রুপ পর্বের খেলাগুলোও বাংলাদেশ দল খেলেছে পাকিস্তানে।
এই বছর বাংলাদেশ দল ও যুব দলকেও পাকিস্তান আমন্ত্রণের কথা ভাবছে পিসিবি। যদি বিসিবি রাজি হয় পাকিস্তানের এই প্রস্তাবে তখন বাংলাদেশই হতে পারে প্রথম দল যারা জঙ্গী হামলার পর পাকিস্তানে টেস্ট ম্যাচ খেলবে। তবে প্রশ্ন উঠতেই পারে প্রায় সকল দলের বিপক্ষেই পিসিবি আরব আমিরাতে সিরিজ খেলতে পারলে শুধু বাংলাদেশের বিপক্ষে সিরিজ আসলেই কেন তা আরব আমিরাতে আয়োজনে অনীহা?
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন