শিরোনাম

প্রচ্ছদ /   ম্যাচে ভরাডুবির কারণ হিসেবে মাহমুদুল্লাহকে দায়ী করলেন তামিম

ম্যাচে ভরাডুবির কারণ হিসেবে মাহমুদুল্লাহকে দায়ী করলেন তামিম

Avatar

সোমবার, মার্চ ১১, ২০১৯

প্রিন্ট করুন

ওয়েলিংটন টেস্টে ডাবল সেঞ্চুরিয়ান রস টেইলরকে ইনিংসের শুরুতেই দুই দুইবার সুযোগ দিয়েছে বাংলাদেশি ফিল্ডাররা। ইনিংসের ১৫তম ওভারে আবু জায়েদের বলে শর্ট এক্সট্রা কাভারে ক্যাচ হাতছাড়া করেন অধিনায়ক মাহমুদুল্লাহ। একই ওভারেই দ্বিতীয় স্লিপে থাকা সাদমান ক্যাচ ফেলেছেন টেইলরের।

সেখান থেকে ২১২ বল খেলে ২০০ রান করে আউট হয়েছেন তিনি। ওপেনার তামিম ইকবাল টেইলরের ক্যাচ ছাড়াকেই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন। দিনের খেলা শেষে তিনি বলেছেন,

‘এমনই একজনের ক্যাচ মিস করেছি সে ২০০ মেরে দিছে। ওই সময় যদি ওকে আউট করতে পারতাম বা ২–৩ উইকেট ফেলে দিতাম হয়তো আজ আমাদের আরও কম সময় ব্যাটিং করতে হতো। ক্যাচ এমনই জিনিস যে কেউ হাতছাড়া করতে পারে। যারাই হাতছাড়া করেছে তাদের খারাপ লেগেছে। এটা ক্রিকেটের অংশ।’

বাংলাদেশ দল ওয়েলিংটন টেস্টে টসে হেরে আগে ব্যাট করে ২১১ রান করে অল আউট হয়েছে। তামিমের ব্যাট থেকে সর্বোচ্চ ৭৪ রান আসে।

জবাবে ব্যাট করতে নেমে রস টেইলরের ডাবল সেঞ্চুরি ও হেনরি নিকলসের সেঞ্চুরিতে ৪৩২/৬ রানে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। চতুর্থ দিনের শেষ বেলায় ব্যাট করতে নেমে ৮০ রানে তিন উইকেট হারিয়ে দিন শেষ করে বাংলাদেশ।

ইনিংস পরাজয় এড়াতেই এখনো প্রয়োজন ১৪১ রান। এরপর আসবে লিড নেয়ার স্বপ্ন। ম্যাচ বাঁচাতে হলে খেলতে হবে পুরোটা দিন যা বাংলাদেশ এই সিরিজে এখনো করে দেখাতে পারেনি।

তাই এই ম্যাচটি বাঁচানো বাংলাদেশে জন্য কঠিন সেটা মেনে নিচ্ছেন তামিম ইকবাল। তবে কঠিন হলেও অসম্ভব নয় বলেই মনে করেন তিনি।

তামিম বলেন, হয়তো কঠিন, তবে ক্রিকেটে সবকিছুই সম্ভব। আমাদের হাতে এখনো ৭ উইকেট আছে এবং রিয়াদ ভাই ও লিটন ব্যাটিংয়ে নামবেন পরে। আমি মনে করি প্রথম সেশনে কোনো উইকেট না হারানো কিংবা সর্বোচ্চ ১টি উইকেট হারালে আমাদের কাজ সহজ হবে। তাই আমি মনে করি ম্যাচ বাঁচানো কঠিন তবে অসম্ভব নয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন