সেঞ্চুরি হাতছাড়া করেছেন বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হাসান শান্ত। ব্যক্তিগত ৮৩ রানের সময় রান আউট হয়েছেন তিনি। ফতুল্লায় উত্তরা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ম্যাচে আগে ব্যাট করা আবাহনীকে বড় স্কোরের ভিত গড়ে দিয়ে সাজঘরে ফিরেছেন তিনি। তবে সেঞ্চুরি হাতছাড়ার আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাঁকে। ৮৪ বলে ৮৩ রানের ইনিংসে ৭টি চার ও ২টি ছয়ের মার ছিল।
এদিকে স্বরূপে ফিরেছেন আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন। ৫৩ বলে অর্ধশতক হাঁকিয়েছেন তিনি। ৫টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৬৪ রান করে অপরাজিত আছেন তিনি।
এর আগে টসে জিতে আবাহনীকে ব্যাট করতে পাঠায় উত্তরা। গত ম্যাচের সেঞ্চুরিয়ান জহুরুল ইসলাম ৪৫ রান করে আবাহনীকে ভালো সূচনা এনে দেন।তবে পর পর দুই ম্যাচে ব্যর্থ হলেন লঙ্কান রিক্রুট কুশাল সিলভা। ১০ রান যোগ করে আউট হয়েছেন তিনি।উত্তরার হয়ে দুইটি উইকেট নিয়েছেন মহিমুনুল খান ও নাহিদ হাসান।
আবাহনী ২৭১/৬ (৪৮ ওভার)মোসাদ্দেক ৬৪*, সাব্বির ৪৯*
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন