শিরোনাম

প্রচ্ছদ /   সৌম্য ও মিথুনে শেষ হলো ৪র্থ দিনের খেলা দেখেনিন কত রানের লিডে বাংলাদেশ

সৌম্য ও মিথুনে শেষ হলো ৪র্থ দিনের খেলা দেখেনিন কত রানের লিডে বাংলাদেশ

Avatar

সোমবার, মার্চ ১১, ২০১৯

প্রিন্ট করুন

রস টেলরের ডাবল সেঞ্চুরি ও হেনরি নিকোলসের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৪৩২ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছে নিউজিল্যান্ড। তাতে ওয়েলিংটন টেস্টে ২২১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমেছে বাংলাদেশ।

এর আগে বৃষ্টির কারণে বাতিল নষ্ট হয়েছে ম্যাচের দুই দিন সময়। বাকি তিনদিনে ফল আনা খুবই কষ্টসাধ্য ব্যাপার। তবু চেষ্টার কমতি রাখছে না নিউজিল্যান্ড ক্রিকেট দল। প্রায় ওয়ানডে ধাঁচে ব্যাটিং করে জাগিয়েছে ইনিংস জয়ের সম্ভাবনা।

তৃতীয় দিনের শেষ বিকেলটা বাংলাদেশের জন্য ছিল দারুণ আশা জাগানিয়া। মাত্র ৮ রানের মধ্যেই দুই কিউই ওপেনারকে সাজঘরের টিকিট ধরিয়েছিলেন আবু জায়েদ রাহী। বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে ১১.৪ ওভারে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের বেশ কঠিন পরীক্ষার নিয়েছিলেন ইবাদত হোসেনও।

আশা ছিল চতুর্থ দিন সকালে দ্রুত উইকেট তুলে নিতে পারলে হয়তো বাংলাদেশ ভালো অবস্থানেই থাকবে। অথচ সোমবার দিনের শুরু থেকেই একচেটিয়া আধিপত্য বিস্তার করে খেলেছে স্বাগতিকতরা। অধিনায়ক কেন উইলিয়ামসনের ফিফটি, তরুণ হেনরি নিকলসের সেঞ্চুরি এবং অভিজ্ঞ রস টেলরের ডাবল সেঞ্চুরিতে প্রায় সাড়ে চারশ রান করেছে স্বাগতিকরা।

বাংলাদেশের ২১১ রানের জবাবে কিউইদের লিড দাঁড়িয়েছে ২২১ রানে। ইনিংস পরাজয় এড়াতে অন্তত এ রান করতে হবে বাংলাদেশের অথবা খেলতে হবে চতুর্থ দিনের অন্তত ২০ ওভার এবং শেষদিনের পুরোটা।

২১১ বলে ১৯তম চারে ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি হাঁকান টেলর। পরের ওভারে মোস্তাফিজের বলে লিটন দাসের ক্যাচ হন তিনি। তার ২১২ বলে সাজানো ২০০ রানের ইনিংসে রয়েছে ১৯ চার ও ৪টি ছয়।

হ্যামিল্টনে ডাবল সেঞ্চুরি হাঁকানো উইলিয়ামসন ৬৭ বলে ফিফটি পান ৯টি চারে। ৬১ বলে ৮ চারে হাফসেঞ্চুরি করেন টেলরও। দুজনের ১৭২ রানের শক্ত জুটি ভাঙেন তাইজুল।

স্বাগতিক অধিনায়ক ১০৫ বলে ১১ চার ও ১ ছয়ে ৭৪ রানে আউট হন। তবে ৯৭ বলে ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরির দেখা পান টেলর। ২০১৭ সালের ডিসেম্বরের পর প্রথমবার টেস্টে তিন অঙ্কের ঘরে পৌঁছান তিনি ১৪ চার ও ৩ ছয়ে।

৩ উইকেটে ১৯৮ রানে প্রথম সেশন শেষ করে নিউজিল্যান্ড। লাঞ্চের পর ৬ চারে ৬৪ বলে দশম ফিফটি করেন নিকোলস। আর ষষ্ঠবার দেড়শ রানের ঘরে পৌঁছান টেলর। ১৫৭ বলে ১৮ চার ও ৩ ছয়ে ১৫০ রান করেন এই ডানহাতি ব্যাটসম্যান।

১৬১ রানের লিড নিয়ে চা বিরতিতে যায় নিউজিল্যান্ড। তৃতীয় সেশনের শুরুতেই ১২২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন নিকোলস। এরপর তাইজুলের কাছে বোল্ড হন এই বাঁহাতি ব্যাটসম্যান। ১২৯ বলে ৯ চারে ১০৭ রান করেন তিনি।

সপ্তম উইকেট জুটিটা ২ ওভারের বেশি লম্বা হতে দেননি আবু জায়েদ রাহী। ইনিংসের ৮৫তম ওভারের শেষ বলে ওয়াটলিংকে ফিরিয়ে দেন তিনি। সঙ্গে সঙ্গে ইনিংস ঘোষণা করেন কিউই অধিনায়ক। ৬ উইকেটে ৪৩২ রানে থামে স্বাগতিকদের ইনিংস। ৫.০৯ রেটে রান তুলেছিল নিউজিল্যান্ড।

এর আগে তৃতীয় দিনের খেলায় তামিম ইকবালের ৭৪ রান ও শেষ দিকে লিটন দাসের ৩৩ রানের ইনিংস বাংলাদেশের ব্যাটিংয়ে বড় অবদান রাখে। তাতে প্রথম ইনিংসে সফরকারীদের সংগ্রহ হয় ২১১ রান।

বাংলাদেশ ২য় ইনিংসঃ ৮০/৩ (সৌম্য সরকার-১২*,মিথুন- ২৫*) লিড অতিক্রম করতে বাংলাদেশের প্রয়োজন ১৪১ রান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন