ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার ওপেনার ও অধিনায়ক অ্যারন ফিঞ্চের এলবিডব্লিউ-এর বল ট্র্যাকিং নিয়ে তুমুল বিতর্ক চলছে ক্রিকেটপাড়ায়।
ঘটনাটি ইনিংসের ৩২ তম ওভারে। কোনো উইকেট না হারিয়েই অজিদের সংগ্রহ ১৯৩ রান। ওপেনার অ্যারন ফিঞ্চ ক্রিজে ছিলেন ৯৩ রান করে। বোলিংয়ে ছিলেন ভারতের স্পিনার কুলদীপ যাদব।
কুলদীপ যাদবের একটি বল মিডল ও অফ স্টাম্পের মাঝে পড়ে আঘাত হানে অ্যারন ফিঞ্চের প্যাডে। লেগ বিফোরের আবেদনে আম্পায়ার সাড়া দেওয়ার পর রিভিউ নেন অ্যারন ফিঞ্চ। রিভিউতে বল ট্র্যাকিং বলের পিচিং শনাক্ত করে লেগ স্টাম্পের লাইনে। বল ট্র্যাকিংয়ের এমন ভুলে শুরু হয়েছে বিতর্কের ঝড়।
নিউজিল্যান্ডের ক্রিকেটার জিমি নিশাম তার টুইটে লিখেন, “আমরা কি এই ঘটনাটা এড়িয়ে যাচ্ছি যে বল ট্র্যাকিং তার পিচিং বাস্তবতার চেয়ে সম্পূর্ণ ভিন্ন জায়গায় দেখিয়েছে? আমি দেখেছি এটি মিডলে পিচ করেছে। এমন কি হতে পারে মিডল কিংবা অফের মাঝে। কিন্তু বল ট্র্যাকিং দেখাচ্ছে এটি লেগে পিচ করেছে। তবুও আউট কিন্তু বেশ অদ্ভুত!
ইএসপিএন ক্রিকইনফোর প্রতিনিধি রওনক কাপুর তার টুইটে লিখেছেন, “বল ট্র্যাকার একদম সম্পূর্ণ ভিন্ন এক জায়গায় বল পিচিং দেখিয়েছে। হয়তো তবুও আউট কিন্তু উদ্ভট।”
ভারতের পক্ষপাতিত্ব করায় ভারতীয় ক্রিকেট বোর্ডের ওপরে ক্ষেপেছে ক্রিকেট বিশ্ব, নিষিদ্ধ করার দাবী তুলছে ক্রিকেট থেকে ভারতকে এবং জাতীয় দলের খেলোয়ার ও তাদের অধিনায়ক বিরাট কোহলীকে।
টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া জড়ো করে ৩১৩ রান। দলের পক্ষে শতক হাঁকান ওপেনার উসমান খাজা। ১১৩ বলের মোকাবেলায় ১১টি চার ও ১টি ছক্কায় ১০৪ রান করেন তিনি। শতকের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন আরেক ওপেনার অধিনায়ক ফিঞ্চও। তবে ১০টি চার ও ৩টি ছক্কায় ৯৯ বলে ৯৩ রান করা ফিঞ্চ আক্ষেপ নিয়েই সাজঘরে ফেরেন।
অন্যান্যদের মধ্যে গ্লেন ম্যাক্সওয়েল ৪৭, মার্কাস স্টয়নিস অপরাজিত ৩১ এবং অ্যালেক্স ক্যারি অপরাজিত ২১ রান করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নামা ভারত শুরুতেই হারায় ওপেনার শিখর ধাওয়ান ও রোহিত শর্মাকে। আম্বাতি রায়ুডু কোহলির সঙ্গী হতে পারেননি। কার্যত কোহলির যোগ্য সঙ্গী হয়ে উঠতে পারেননি কেউই। কোহলি কখনও মহেন্দ্র সিং ধোনি, কখনও কেদার যাদব, কখনও বিজয় শঙ্কর বা লোয়ার মিডল অর্ডারের সাথে জয়ের পথ প্রশস্ত করার চেষ্টা করেছেন। তাতে ক্যারিয়ারের ৪১তম শতক তুলে নিলেও জয়ের দেখা পাননি। ১৬টি চার ও ১টি ছক্কায় ৯৫ বলে কোহলি ১২৩ রান করে সাজঘরে ফেরার পরই মূলত ম্যাচ জিতে যায় অস্ট্রেলিয়া। ‘আনুষ্ঠানিকতা’টুকু শেষ হয় ভারত ১০ বল আগেই ২৮১ রানে গুটিয়ে গেলে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন