বিশ্ব ক্রিকেটের টি-টুয়েন্টি ফরম্যাটে লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন উইন্ডিজ। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহে অলআউট হয়েছে শক্তিশালী ব্যাটিং লাইনআপে গড়া দলটি।ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪৫ রান অলআউট হয়েছে তারা। ইংল্যান্ডের দেয়া ১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে দলের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সর্বনিম্ন রানের এই রেকর্ড গড়ে স্বাগতিক দলটি।
এই রেকর্ডে সবার শীর্ষে নেদারল্যান্ড। ২০১৪ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে দলটি। প্রথমে ব্যাটিং করে ১০.৩ ওভারেই শেষ হয়ে গিয়েছিল নেদারল্যান্ডের ইনিংস।তৃতীয় সর্বনিম্ন দলীয় রানের রেকর্ডটি নেপালের। ২০১৫ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে ৫৩ রান সংগ্রহ করেছিল নেপাল। আগে ব্যাটিং করে ১৪.৩ ওভারে এই রান তুলেতেই অলআউট হয়ে যায় দলটি।
দলীয় সর্বনিম্ন রানের রেকর্ডে চতুর্থ কেনিয়া। ২০১৩ সালে আফগানিস্তানের বিপক্ষে ৫৬ রান সংগ্রহ করে দলটি। আফগানদের দেয়া ১৬৩ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ১৮.৪ ওভারে অলআউট হয়ে যায় কেনিয়া।
লজ্জার রেকর্ডের এই তালিকায় পঞ্চম স্থানে আছে নিউজিল্যান্ড। ২০১৪ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৬০ রান সংগ্রহ করেছিল কিউইরা। লঙ্কানদের দেয়া ১২০ রানের লক্ষ্য তাড়া করতে পারেনি দলটি। ১৫.৩ ওভার খেলতেই সবক’টি উইকেট হারিয়ে বসে নিউজিল্যান্ড।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন