শিরোনাম

প্রচ্ছদ /   বাঁচা মরার ম্যাচে কিছুক্ষণ পরে যে একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

বাঁচা মরার ম্যাচে কিছুক্ষণ পরে যে একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

Avatar

বৃহস্পতিবার, মার্চ ৭, ২০১৯

প্রিন্ট করুন

ওয়ানডে সিরিজ হারের পর টেস্ট সিরিজ বাঁচানোর লক্ষ্যে আগামীকাল ভোরে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আর গুরুত্বপূর্ণ এ ম্যাচের আগে একাদশ সাজাতে বেশ বিড়ম্বনায় পড়েছে টাইগাররা। একনজরে দেখা নেওয়া যাক যেমন হতে পারে বাংলাদেশের দ্বিতীয় টেস্টের একাদশ।

চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় দ্বিতীয় টেস্টেও নেই মুশফিকুর রহিম। ওয়েলিংটন টেস্টের আগের দিন জানা গেল কুঁচকির চোটে ভুগছেন তামিম ইকবালও। যদি কোন কারণে তিনি খেলতে না পারেন তাহলে স্কোয়াডে বিকল্প যে আর কোন ব্যাটসম্যানই নেই!

তবে ইনজুরি থাকলেও তেমনি খেলবেন তামিম এটা প্রায় নিশ্চিতই সেই বিড়ম্বনায় পড়তে হচ্ছেনা বাংলাদেশকে। অন্যদিকে প্রথম টেস্টে ব্যর্থ হলেও দ্বিতীয় টেস্টেও থাকবেন লিটন দাস, মিথুনরা। কেননা আর ব্যাটসমানও স্কোয়াডে নেই আর। তবে পরিবর্তন আসবে বোলিংয়ে।

একাদশে ফিরছেন পেসার মোস্তাফিজুর রহমান। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন তিন পেসারের একজন। সেক্ষেত্রে খালেদ আহমেদের বাদ পড়ার সম্ভাবনাই বেশি। প্রথম টেস্টে সবাই ব্যর্থ হলেও খালেদকে বাদ দিতে চায় নির্বাচকরা। এছাড়া তেমন কোন পরিবর্তন আসবেনা দলে। কেননা স্কোয়াডে স্পিনাররা থাকলেও ওয়েলিংটনের বাতাসে পেস কার্যকরী হওয়াতেই সুযোগ পাচ্ছেন না তাইজুল, নাইমরা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ
তামিম ইকবাল, সাদমান ইসলাম, লিটন দাস, মমিনুল হক, মোহাম্মদ মিথুন, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহী।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন