ডিপিএল টি-টোয়েন্টি লীগের পর আগামীকাল থেকে শুরু হচ্ছে ৫০ ওভারের ঢাকা প্রিমিয়ার লীগ। যেখানে মোহামেডানের হয়ে খেলতে আসছেন আইপিএলে হায়াদ্রাবাদের হয়ে খেলা সাকিবের সতীর্থ বিপুল শর্মা।
এই বারই প্রথমবার নয় বিপুল শর্মার। এর আগেও চারবার ডিপিএল খেলতে ঢাকায় এসেছেন তিনি। ব্যাটিং-বোলিংয়ে মাতিয়ে গেছেন। তাইতো দলের শক্তি বাড়াতে তাকে দলে ভিড়িয়েছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব।
গত ডিপিএলে ৫ ম্যাচ খেলে ২২.৮০ গড়ে ১১৪ রান সংগ্রহ করেছিলেন বিপুল। সর্বোচ্চ ৫৩ রানের একটি ইনিংস খেলেছিলেন তিনি। পাঁচ ম্যাচে হাত ঘুরিয়ে নিয়েছিলেন ৪.৩৯ ইকোনমিতে ৬ উইকেট।
ডিপিএলের নিয়মানুযায়ী ক্লাবগুলো একের অধিক বিদেশি ক্রিকেটারদের সাথে চুক্তি করতে পারবে। কিন্তু ম্যাচে একের অধিক বিদেশি খেলতে পারবে না। ইতোমধ্যে তিন বিদেশি ক্রিকেটারকে দলে টেনেছি তিনটি দল। যেখানে রয়েছে দুজন ভারতীয় ও একজনপাকিস্তানি ক্রিকেটাররা।
গাজী গ্রুপ ক্রিকেটার্স দলে নিয়েছে অলরাউন্ডার পারভেজ রসুলকে। আরেক ভারতীয় অলরাউন্ডার বিপুল শর্মাকে দলে টেনেছে ঢাকার ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রাইম দোলেশ্বরের হয়ে খেলবেন পাকিস্তানি অলরাউন্ডার সাদ নাসিম।
পারভেজ রসুল লিস্ট এ ক্রিকেটে খেলেছেন ১০২টি ম্যাচে। শতাধিক ম্যাচে ব্যাট হাতে তার সংগ্রহ ২৪৬৩ রান ও বল হাতে শিকার করেছেন ১১৬টি উইকেট। কোনো শতক না করলেও অর্ধ শতক করেছেন ১৯বার। সর্বোচ্চ রান ৯১। সেরা বোলিং ফিগার ৬২ রানের বিনিময়ে ৫ উইকেট।
ভারতীয় অলরাউন্ডার বিপুল শর্মা খেলেছেন ৮২টি ম্যাচ। ব্যাট হাতে তার সংগ্রহ ১৫০৪ রান। সেঞ্চুরি করেছেন ১টি ও হাফ সেঞ্চুরি ৮টি। বল হাতে এই স্পিনারের শিকার ৮৫ উইকেট। ম্যাচে সেরা বোলিং ৩৬ রানের বিনিময়ে ৫ উইকেট।
পাকিস্তানি অলরাউন্ডার সাদ নাসিম লিস্ট এ ক্রিকেটে খেলেছেন ৭৬টি ম্যাচ। ব্যাট হাতে করেছেন ১৯৫৭ রান। নাসিম সেঞ্চুরি করেছেন দুইটি। হাফ সেঞ্চুরি করেছেন ১৫টি। বল হাতে ৩০ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার সেরা বোলিং এই লেগ স্পিনারের।
প্রসঙ্গত, আগামীকাল শুরু হবে ডিপিএলের এবারের আসর। প্রথম দিনে অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচ। মিরপুরে মুখোমুখি হবে আবাহনী ও বিকেএসপি। ফতুল্লায় মুখোমুখি হবে শেখ জামাল ও উত্তরা স্পোর্টিং ক্লাব। এবং বিকেএসপির তিন নম্বর মাঠে লড়বে ব্রাদার্স ইউনিয়ন ও লিজেন্ডস অব রূপগঞ্জ।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন