শিরোনাম

প্রচ্ছদ /   তামিম ও মুমিনুলকে যে পরামর্শ দিলে ডি ভিলিয়ার্স

তামিম ও মুমিনুলকে যে পরামর্শ দিলে ডি ভিলিয়ার্স

Avatar

সোমবার, মার্চ ৪, ২০১৯

প্রিন্ট করুন

বাংলাদেশের ড্যাসিং ওপেনার তামিম ইকবাল। প্রায় এক যুগ ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন তিনি। তিন ফরম্যাটেই বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক এই বাঁহাতি ওপেনার।অন্যদিকে গত কয়েক বছর ধরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ‘বিশেষজ্ঞ’ ব্যাটসম্যানের তকমা জুড়ে আছে মুমিনুল হকের নামের পাশে।

সাদা পোশাকে যার ফর্ম সবার কাছেই ঈর্ষণীয়। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ব্যাটিং লাইনে এই দুই বাঁহাতিই ভরসার নাম এবং নিজের অবস্থানে তারা ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত। তারপরও সাফল্যের ক্ষুধা, প্রতিনিয়ত উন্নতির চেষ্টার কমতি নেই তাদের মাঝে।

রংপুর রাইডার্সের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর খেলছেন এবি ডি ভিলিয়ার্স। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলে সময়ের অন্যতম সেরা ও বিস্ফোরক ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকার এই সাবেক অধিনায়ক। উইকেটে বোলারদের নাকানি-চুবানি খাইয়ে ছাড়তে তার জুড়ি নেই। তার ব্যাটে রয়েছে মৌলিক ও উদ্ভাবনী শটসের বাহার। যার জন্য তাকে ডাকা হয় ৩৬০ ডিগ্রি ব্যাটসম্যান।

বিপিএলের কারণে ডি ভিলিয়ার্সকে কাছে পাওয়ার সুযোগ বাংলাদেশের ক্রিকেটারদের সামনে। ব্যাটিং নিয়ে, খেলার মানসিক দিক নিয়ে কথা বলতে এই প্রোটিয়া ব্যাটসম্যানের মুখোমুখি হয়েছিলেন তামিম ও মুমিনুল।

রংপুরের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে অনুরোধ করেছিলেন তারা। বিপিএলের চট্টগ্রাম পর্বে তাদেরকে ডি ভিলিয়ার্সের সঙ্গে আলাদাভাবে কথা বলার ব্যবস্থা করে দিয়েছেন মাশরাফি।

গতকাল বিসিবি একাডেমিতে ওয়ানডে অধিনায়ক বলছিলেন, এরা দুজনই প্রতিষ্ঠিত ব্যাটসম্যান। সফলতাও অনেক। আরও ভালো করার, উন্নতি করার আগ্রহও প্রবল। এটা খুব ভালোলাগার বিষয়। ডি ভিলিয়ার্সের মতো ব্যাটসম্যানের কাছে শেখার অনেক কিছু আছে। অন্তত ব্যাটিংয়ের স্কিল না হোক, ক্রিকেটের মানসিক দিকগুলো, যেখানে আমাদের উন্নতি প্রয়োজন।

তামিমকে নাকি ডি ভিলিয়ার্স শুরুতেই বলেছেন, তোমার খেলা আমি দেখেছি। তুমি আমার সাথে কি কথা বলবে? তুমি তো আমার চেয়ে ভালো ব্যাটসম্যান। গত কয়েক বছরের পরিসংখ্যান তাই বলে।

মাশরাফি বলেন, তামিমকে বলেছে তুমি মানসিকভাবে শক্ত থাকবে উইকেটে। উইকেটে আমিও তোমাদের মতো নার্ভাস থাকি। কিন্তু সেটা বোলারের সামনে প্রকাশ হতে দেই না। নিজেকে শক্ত রাখতে হবে। নার্ভাসনেস যেন প্রকাশ না পায়। অনেক চিন্তা না করে মানসিকভাবে দৃঢ় থেকে নিজের খেলাটা খেলবে।

গতকাল বিকালে জানতে চাইলে এই প্রসঙ্গে মুমিনুল হক বললেন, আমি মাশরাফি ভাইকে বলছিলাম, আমার সাথে একটু কথা বলিয়ে দিয়েন ডি ভিলিয়ার্সের সাথে।

ক্রিকেটার হিসেবে উন্নতির চেষ্টা সবসময় আছে মুমিনুলের মাঝে। গতকাল জানালেন, আমি শুধু ডি ভিলিয়ার্স নয়, আমাদের রাজশাহী কিংসের কোচ ল্যান্স ক্লুজনারের সাথেও নিজে একদিন আলাদা একটা সেশন করছি।

ডি ভিলিয়ার্সের কাছে মুমিনুলের জিজ্ঞাসা ছিল, বিদেশে খেলার মাইন্ডসেট নিয়ে। বাঁহাতি এই ব্যাটসম্যান বলেন, ‘আমি জিজ্ঞাসা করছি মাইন্ডসেট কেমন থাকে বিদেশে খেলতে গেলে। বলেছে, সব জায়গায় একই রকম খেলা। কোনো জায়গায় ভিন্ন না, অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সব জায়গায় একই মাইন্ডসেট। তুমি যেমন মাইন্ডসেট নিয়ে যাবা ওই রকম হবে। তুমি যদি কঠিন করো তাহলে কঠিন হবে, তুমি যদি সহজভাবে থাকো তাহলে তাই হবে। বেসিকের মধ্যে থাকলে সব ঠিক থাকবে।’

মুমিনুল বলেন, ‘ও আরও বলেছে, আমি তোমাকে জটিল করে দিতে চাই না। নিজের মতো খেলবা। আর ভালোভাবে বলটা দেখবা।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন