শিরোনাম

প্রচ্ছদ /   চার ম্যাচে তিন সেঞ্চুরি করে রেকর্ড বুকে রিয়াদ

চার ম্যাচে তিন সেঞ্চুরি করে রেকর্ড বুকে রিয়াদ

Avatar

রবিবার, মার্চ ৩, ২০১৯

প্রিন্ট করুন

টেস্ট ক্যারিয়ারের চতুর্থ শতক হাঁকালেন মাহমুদউল্লাহ রিয়াদ। গত চার মাসে চার ম্যাচে রিয়াদের এটা তৃতীয় সেঞ্চুরি। নিউজিল্যান্ডে দলের ব্যাটিং বিপর্যয়ে সৌম্য সরকারের সাথে জুটি বেঁধে সামাল দিয়েছেন প্রাথমিক বিপর্যয়।

তৃতীয় দিনশেষে ১৫ রানে অপরাজিত ছিলেন ভারপ্রাপ্ত টেস্ট অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আজ দিনের প্রথম সেশনে তুলেন ৫০ রান। মোট ৬৫ রান করে যান লাঞ্চ বিরতিতে। বিরতি থেকে ফিরে সেঞ্চুরি তুলে নেন সাইলেন্ট কিলার।

ধীরস্থিরভাবে দায়িত্বশীল ব্যাটিং করে ক্যারিয়ারের চতুর্থ শতক হাঁকিয়েছেন রিয়াদ। সেঞ্চুরি তুলতে খেলেছেন ১৬টি চার ও ১টি ছয়ের মার। সৌম্য সরকারের সাথে গড়েছেন রেকর্ড জুটি। এই সফরে বাংলাদেশকে নিউজিল্যান্ডে সেরা সময়টুকু উপহার দিয়েছে সৌম্য-রিয়াদ।

পরপর দুই টেস্টে সেঞ্চুরি করলেন মাহমুদউল্লাহ রিয়াদ। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বছরের শেষ টেস্টে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করছিলেন তিনি। এর আগে গত বছর নভেম্বরেও জিম্বাবুয়ের সেঞ্চুরি করেছিলেন রিয়াদ। সেটি তার ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি ছিল। প্রথম সেঞ্চুরির পর দ্বিতীয় সেঞ্চুরিটি পেয়েছিলেন আট বছর পরে। কিন্তু গত চার মাসেই তিন সেঞ্চুরি করলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

মাহমুদউল্লাহ রিয়াদের টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটিও ছিল এই নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের বিপক্ষেই। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে নিউজিল্যান্ডের মাটিতে দুটি শতক করলেন রিয়াদ।

উইকেটে সেট ব্যাটসম্যান সৌম্য সরকারের পর লিটন কুমার দাস ও মেহেদি হাসান মিরাজ দ্রুত আউট হয়ে যাওয়ায় আবার ইনিংস হারের শঙ্কায় পড়েছে বাংলাদেশ। তবে মাঠের চারদিকে বাউন্ডারির ফুলঝুরি ছড়িয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বর্তমান টেস্ট অধিনায়ক।

বাংলাদেশ একাদশঃ তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, সৈয়দ খালেদ আহমেদ, আবু জায়েদ রাহী ও সাদমান ইসলাম, এবাদত হোসেন।

নিউজিল্যান্ড একাদশঃ কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম লাথাম, জিত রা‍ভাল, রস টেলর, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং (উইকেটকিপার), কলিন ডি গ্র্যান্ডহোম, টড অ্যাস্টল, টিম সাউদি, নেইল ওয়েগনার, ট্রেন্ট বোল্ট

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন