শিরোনাম

প্রচ্ছদ /   ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট করছে টাইগাররা দেখেনিন সর্বশেষ স্কোর আপডেট

ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট করছে টাইগাররা দেখেনিন সর্বশেষ স্কোর আপডেট

Avatar

সোমবার, ফেব্রুয়ারী ১৮, ২০১৯

প্রিন্ট করুন

দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড যুব দল ৩৩৩ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ যুব দলকে। চতুর্থ দিনের প্রথম সেশনে শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ ১ উইকেটে ৫০ রান।

চট্টগ্রামে দ্বিতীয় যুব টেস্টের ৮ উইকেটে ২২৩ রানে ইনিংস ঘোষণা করেছে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। প্রথম ইনিংসে তাঁরা ৩৩৭ রান সংগ্রহ করে। জবাবে ২২৮ রানে বাংলাদেশ অল আউট হয়ে গেলে বড় লিড পায় ইংল্যান্ড। প্রথম ইনিংসে বড় ইনিংসের পর (৯০ রান) দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি তুলে নিয়ে ১০৬ বলে ১০৪ রানের ইনিংস উপহার দিয়েছেন স্মিথ।

৬ উইকেটে ১৯৬ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা বাংলাদেশের ইনিংস শেষ হয় ২২৮ রানে। ফলে ১ম ইনিংসেই ১০৯ রানের বড় লিড পায় ইংলিশরা। বাংলাদেশের পক্ষে মাহমুদুল সর্বোচ্চ ৭৪ রান করেন। ইংলিশ বোলার অলড্রিজ ৪৪ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ গুড়িয়ে দেন।

ইংল্যান্ড যুব দলের স্মিথ ১ম ইনিংসে অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছিলেন। তবে আজ ২য় ইনিংসে ঠিকই সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। বাংলাদেশের মাহমুদুল ব্যাটিংয়ের পরে বোলিংয়েও আলো ছড়িয়েছেন। ৭৪ রানের বিনিময়ে তুলে নিয়েছেন ৪ উইকেট।

তৃতীয় দিন শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ১ উইকেটের বিনিময়ে ৩৪ রান। ক্রিজে ২৮ রানে অপরাজিত আছেন তানজিদ। শেষ দিনে জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ৯ উইকেট, বাংলাদেশের ২৯৯ রান।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ ১ম ইনিংস: ৩৩৭

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ১ম ইনিংস: ৮৮ ওভারে ২২৮ (মাহমুদুল ৭৪, রুহেল ৪, মিনহাজুর ১১*, মুজাক্কির ০, গালিব ৪; ফিঞ্চ ১/৫১, অলড্রিজ ৪/৪৪, বল্ডারসন ৩/৪০, হলম্যান ১/৩৯, কাদরি ১/১৯, হিল ০/১৪)।

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ ২য় ইনিংস: ৫৪ ওভারে ২২৩/৮ (ডি.) (বল্ডারসন ৯, চার্লসওয়ার্থ ৬, স্মিথ ১০৪, ল্যামনবাই ১২, গোল্ডসওয়ার্থি ১৩, হিল ২০, কক্স ৩০, হলম্যান ৭, অলড্রিজ ৯*, কাদরি ৪*; মুজাক্কির ২/৫০, গালিব ২/৫৮, মিনহাজুর ৪/৭৪, রুহেল ০/৩৭, মাহমুদুল ০/২)।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ২য় ইনিংস: (লক্ষ্য ৩৩৩) ৭.৩ ওভারে ৩৪/১ (তানজিদ ২৮*, অমিত ৬; ফিঞ্চ ০/১৮, অলড্রিজ ১/১৬)

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন