নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ৮ উইকেটে হেরেছিল বাংলাদেশ। এরপর ঘুড়ে দাড়ানোর জন্য দ্বিতীয় ম্যাচে ভালো করার কথা বলেছিল মাশরাফি। কিন্তু তার সেই কথা পালন করতে পারেনি দলের ব্যাটসম্যানরা। ফলে আরও একটি ৮ উইকেটের হার সঙ্গী হল বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচেও ৮ উইকেটে হেরেছে তারা।
এদিন প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র ২২৬ রানেই অল আউট হয়েছে বাংলাদেশ। আগের দিনের মতই টপ ও মিডলঅর্ডারে সবাই ছিল ব্যর্থ। রান করেছে লোয়ার্ড অর্ডারের ব্যাটসম্যানরা।
আগের দিন হাফসেঞ্চুরি করা মিঠুন এদিন করেন ৫৭ রান। সাব্বির রহমান করেন ৪৩ রান। এছাড়া তামিম ৫, লিটন ১, সৌম্য ২২, মুশফিক ২৪, রিয়াদ ৭, মেহেদী হাসান ১৬, সাইফ ১০, মাশরাফি ১৩ ও মুস্তাফিজ ৫ রান করেন।
জবাবে ব্যাটিং করতে নেমে মাত্র ৩৬.১ ওভারেই ৮ উইকেটের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড। দলের গাপটিলৈ ১১৮ ও উইলিয়ামসন ৬৫ রান করেন। এই জয়ে ৩ ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেনিল কিউইরা।
৮৩ বল আগে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে লজ্জাজনক এ হারে এক ম্যাচ আগেই তিন ওয়ানডের সিরিজ হারল সফরকারীরা। আগামী ২০ ফেব্রুয়ারি ডানেডিনে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে কিউইদের মুখোমুখি হবে বাংলাদেশ।
এদিকে সিরিজে ফেরার ম্যাচে এত বাজে পারফরম্যান্সের কারণ কী? পুরস্কার বিতরণী মঞ্চে জানালেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
তিনি বলেন, হ্যাঁ; এটি একটি কঠিন দিন ছিল। আমরা দ্রুত উইকেট হারিয়েছি। আমাদের পার্টনারশিপগুলো হয়েছেন ৩০ রানের মতো। সেগুলো ৬০ পর্যন্ত গেলে আলাদা কিছু হতে পারত।
মাশরাফি বলেন, আমাদের টপঅর্ডাররা ভালো করতে পারেনি। মিঠুন ভালো রান করেছে। মোস্তাফিজুর আজ দুর্দান্ত বোলিং করেছে। এছাড়া এ ম্যাচে ইতিবাচক সেরকম কিছু নেই। আমাদের দল হয়ে খেলতে হবে। আমাদের সংগ্রহটা ছিল ২২০-২৩০ এর মধ্যে। যেটা দরকার ছিল ২৭০-২৮০ মতো। তাহলে আমরা লড়াই করতে পারতাম।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন