শিরোনাম

প্রচ্ছদ /   কোয়ালিফায়ার পর্ব শুরু হবার আগ যে বড় দুঃসংবাদ পেল ভাইকিংস দল

কোয়ালিফায়ার পর্ব শুরু হবার আগ যে বড় দুঃসংবাদ পেল ভাইকিংস দল

Avatar

রবিবার, ফেব্রুয়ারী ৩, ২০১৯

প্রিন্ট করুন

চিটাগং ভাইকিংসের গ্রুপ পর্বের শেষ ম্যাচে দলের সাথে ছিলেন না আফগান ক্রিকেটার মোহাম্মদ শাহজাদ। চট্টগ্রাম পর্ব শেষেই বিপিএল ছেড়েছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। জাতীয় দলের সাথে যোগ দিতে ফিরে গিয়েছেন শাহজাদ, বিষয়টি নিশ্চিত করেছে ভাইকিংসের বিশ্বস্ত সূত্র।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ছেড়ে দেশে ফিরে গিয়েছেন আফগানিস্তানের উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদ। বিপিএলে চিটাগং ভাইকিংস হয়ে এবারের মৌসুমে ১১ টি ম্যাচ খেলেছেন তিনি। তবে প্লে অফে আগেই দেশে ফিরে যেতে হয়েছে তাকে।

আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের পূর্ণাঙ্গ সিরিজ। যেখানে আয়ারল্যান্ডের সাথে ৩ টি-টুয়েন্টি, ৫ ওয়ানডে এবং ১ টেস্ট ম্যাচ খেলবে দুই দল। দলের সাথে অনুশীলন ক্যাম্পে যোগ দিতেই বাংলাদেশ চলেছেন এই ব্যাটসম্যান।

আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের পূর্ণাঙ্গ সিরিজ। যেখানে তিনটি টি-টুয়েন্টি, পাঁচটি ওয়ানডে এবং একটি টেস্ট ম্যাচ খেলবে দুই দল।

জাতীয় দলের অনুশীলনে যোগ দিতে তাই দেশে ফিরে যেতে হয়েছে শাহজাদকে। বিপিএলের চলমান আসরে গ্রুপ পর্বে এগারোটি ম্যাচ খেলছেন ডানহাতি এই ব্যাটসম্যান।

ব্যাট হাতে ভাইকিংসের হয়ে তেমন কার্যকরী ভূমিকা রাখতে দেখা যায়নি তাঁকে। তবে শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করার মনোভাব নিয়ে মাঠে নামতেন এই ব্যাটসম্যান।

১৪৬.৭৩ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি। ২৭০ রান সংগ্রহ করেছেন সর্বমোট। ৪৯ রানের ইনিংস ছিল তাঁর এই বিপিএলের ব্যক্তিগত সর্বোচ্চ।

২০১৬ সালে বিপিএলের চতুর্থ আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন আফগান এই ব্যাটসম্যান। ২০১৭ সালের বিপিএলের নিলামে নাম উঠেছিল এই ব্যাটসম্যানের। কিন্তু তাঁকে দলে নিতে কেউ সাড়া দেয়নি। এবার চিটাগং ভাইকিংসের হয়ে এক ম্যাচ বাদে সবগুলো ম্যাচই খেলেছেন শাহজাদ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন