শিরোনাম

প্রচ্ছদ /   মাশরাফিকে নিয়ে যে বার্তা দিলেন ভিলিয়ার্স

মাশরাফিকে নিয়ে যে বার্তা দিলেন ভিলিয়ার্স

Avatar

রবিবার, ফেব্রুয়ারী ৩, ২০১৯

প্রিন্ট করুন

চলতি বিপিএলের ষষ্ঠ আসর দিয়েই প্রথমবারের মত বিপিএলে খেলতে এসেছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার। দলকে প্লে-অফে তুলতে ব্যাট হাতে বড় ভূমিকাই পালন করেছেন ডি ভিলিয়ার্স। দলকে শীর্ষে তুলেই দেশে ফিরে গেছেন ৩৬০ খ্যাত এই ক্রিকেটার।

রংপুরের জার্সিতে তিনি মোট ৬টি ম্যাচ খেলেছেন। ৬ ম্যাচ খেলে এক শতকে মোট ২৪৭ রান করেছেন তিনি। প্লে-অফ পর্বে তকে পাচ্ছে না রংপুর রাইডার্স। তবে দেশে ফেরার আগে মাশরাফি ও তার দলের প্রশংসা করেছেন ডি ভিলিয়ার্স।

রংপুর অধিনায়ক মাশরাফি প্রসঙ্গে দি ভিলিয়ার্স বলেন, ‘আমি ম্যাশকে (মাশরাফি) অনেক পছন্দ করি। আমাদের মধ্যে ভালো একটা সম্পর্ক তৈরী হয়েছে। এর আগে আমরা প্রতিপক্ষ হিসেবে খেলেছি। এবার একসাথে খেললাম। ভালো একটা সময় গেছে।’

এছাড়াও রংপুরের দেশি ক্রিকেটারদের নিয়ে ডি ভিলিয়ার্স বলেন, ‘অনেক ক্রিকেটার ভালো করছে। উইকেটরক্ষক মিঠুন ব্যাট হাতে টুর্নামেন্ট জুড়ে ভালো করছে। বোলারদের মধ্যে রেজা, শহিদুল, বাঁ-হাতি স্পিনার অপু, নাহিদুল, সবাই ভালো বল করেছে।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন