শিরোনাম

প্রচ্ছদ /   ১ম ম্যাচে যে দলের মুখোমুখি হবে কুমিল্লা জেনেনিন সময়সূচী

১ম ম্যাচে যে দলের মুখোমুখি হবে কুমিল্লা জেনেনিন সময়সূচী

Avatar

শনিবার, ফেব্রুয়ারী ২, ২০১৯

প্রিন্ট করুন

গতকাল চিটাগংয়ের হারে প্রথম দুই স্হান ছিল প্রায় নির্ধারিত। আজ এসেছে কিছুটা পরিবর্তন। শীর্ষে থাকা কুমিল্লা নেমে এসেছে দুইয়ে আর শীর্ষে উঠে এসেছে রংপুর রাইডার্স। প্রথম কোয়ালিফাইয়ে আগামী সোমবার মুখোমুখি হবে এ দুদল।

গ্রুপ পর্বে রংপুরে বিপক্ষে দুইবারের দেখা দুই বারই হেরেছে কুমিল্লা। প্রথম লেগে হারার পর আজ প্রতিশোধের ম্যাচে অলআউট হয় ৭২ রানে৷ আর ৯ উইকেটের সহজ জয় পায় রংপুর।

তবে গ্রুপ পর্বে হারলেও কোয়ালিফাইয়ে চিন্তিত থাকবেনা কুমিল্লা। কেননা অ্যালেক্স হেলস এবং এবি ডি ভিলিয়ার্স থাকছেন না। অন্যদিকে পূর্ণশক্তির দল না পেলেও আত্মবিশ্বাসের ঘাটতি থাকছে না রংপুরের। ম্যাচটি যারা জিতবে তারা সরাসরি চলে যাবে ফাইনালে। তবে হারলেই বাদ পড়বে না। দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার সুযোগ পাবে এলিমিনেটর ম্যাচে জয়ী দলের বিপক্ষে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন