শিরোনাম

প্রচ্ছদ /   ১৭ জন ক্রিকেটারের সাথে ২০১৯ সালের জন্য চুক্তিবদ্ধ হয়েছে বিসিবি

১৭ জন ক্রিকেটারের সাথে ২০১৯ সালের জন্য চুক্তিবদ্ধ হয়েছে বিসিবি

Avatar

শনিবার, ফেব্রুয়ারী ২, ২০১৯

প্রিন্ট করুন

২০১৯সালের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। মোট তিন ক্যাটাগরিতে প্রকাশ করা হয়েছে ক্রিকেটারদের নাম। ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরিতে ১২জন ও রুকি ক্যাটাগরিতে ৫ জনকে রেখে ২০১৯ সালের কেন্দ্রীয় চুক্তি গঠন করা হয়েছে। বিসিবিতে বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ ক্যাটাগরি
মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল খান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

বি ক্যাটাগরি
মমিনুল হক, লিটন কুমার, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম।

রুকি ক্যাটাগরি
আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম হাসান, খালেদ আহমেদ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন