চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের শেষ চারের লাইনআপ এখনও চূড়ান্ত হয়নি। তিনটি দলের শেষ চারে অংশগ্রহণ নিশ্চিত হলেও চতুর্থ দল কে হবে- সেটি ঠিক হয়নি এখনও।
তবে এটুকু নিশ্চিত- ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংসের মধ্য থেকেই কেউ হবে শেষ চারে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংসের সঙ্গী। সেই সম্ভাবনায় এগিয়ে আছে ঢাকাই। কেননা নিজেদের ভাগ্য নিজেরাই গড়ার সুযোগ যে রয়েছে বিপিএলের অন্যতম জনপ্রিয় দলটির সামনে!
১১টি ম্যাচ খেলে ৫টি ম্যাচে জয় পাওয়া ঢাকা ১২টি ম্যাচ খেলে ৬টি জয় পাওয়া রাজশাহীর চেয়ে রান রেটে এগিয়ে আছে। সেই রান রেট ধরে রেখে নিজেদের শেষ ম্যাচে জয় পেলেই ঢাকা উঠে যাবে শেষ চারে।
আর মহাগুরুত্বপূর্ণ সেই লড়াইয়ে শনিবার (২ জানুয়ারি) খুলনা টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ঢাকা ডায়নামাইটস।
খুলনার অবস্থান পয়েন্ট টেবিলের তলানিতে বলে ম্যাচ মাঠে গড়ানোর আগেই বেশ ভালো করেই জয়ের আশা রয়েছে ঢাকার। তবে ১১ ম্যাচের ৯টিতেই হারা খুলনা যে শেষ ম্যাচে জ্বলে উঠবে না- সেই নিশ্চয়তা দেওয়ার যে কেউ নেই! ঢাকা হারলেই শেষ চারের শেষ দল হিসেবে নাম লেখাবে রাজশাহী। রাজশাহী কিংসের সমর্থকরা তাই আজ কায়মনোবাক্যে চাইছেন খুলনার জয়।
আর এই ম্যাচ দিয়েই পর্দা নামবে ষষ্ঠ বিপিএলের লিগ পর্বের খেলার। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায়। এর আগে দিনের প্রথম ম্যাচে দুপুর দেড়টায় মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স। এই ম্যাচে জয়ী দল পেয়ে যাবে শীর্ষে থেকে লিগ শেষ করার মর্যাদা। দুটি ম্যাচেরই ভেন্যু ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
একনজরে ষষ্ঠ বিপিএলের পয়েন্ট টেবিল
দল ম্যাচ জয় পরাজয় পয়েন্ট
১. রংপুর রাইডার্স ১২ ৮ ৪ ১৪
২. কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১২ ৮ ৪ ১৬
৩. চিটাগং ভাইকিংস ১২ ৭ ৫ ১৪
৪. রাজশাহী কিংস ১২ ৬ ৬ ১২
৫. ঢাকা ডায়নামাইটস ১১ ৫ ৬ ১০
৬. সিলেট সিক্সার্স ১২ ৫ ৭ ১০
৭. খুলনা টাইটান্স ১১ ২ ৯ ৪
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন