বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ঃ ২৬৬/৯ (৫০ ওভার) (শামিম-৭২, মাহমুদুল- ৫৭*; হিল-৩/৩৭, মরলি- ২/৪৬)
ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ঃ ১২৮/৫ (৩৪ ওভার) (চার্লসওর্থ- ৮২*, বল্ডারসন-৫*; শামিম-২/১৬, হৃদয়- ২/৩১)
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলকে ২৬৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। এরপর ব্যাট করতে নেমে এই রিপোর্ট লেখা পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করেছে সফরকারীরা।
ব্যাটিং বিপর্যয়ে ইংল্যান্ডঃ
দলীয় রান ১১১ এর মাথায় পঞ্চম উইকেট হারাতে হয়েছে সফরকারী ইংলিশদের। মিডল অর্ডার ব্যাটসম্যান ডন মৌসলিকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেছেন তরুণ বাংলাদেশি বোলার আসাদুল্লাহ হিল গালিব। ৭ রান করে মৌসলির বিদায়ে বড় বিপর্যয়ের মুখে পড়েছে ইংল্যান্ড। তবে বিরুদ্ধ স্রোতে এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করে যাচ্ছেন ওপেনার চার্লসওর্থ। ৮২ রান করে শতকের পথে এগিয়ে যাচ্ছেন তিনি।
হৃদয়ের দ্বিতীয় আঘাতঃ
গোল্ডসওর্থি ফেরার ১৮ রানের ব্যবধানে ইংলিশ শিবিরে আবারও আঘাত হানেন হৃদয়। জর্জ হিলকে মোহাম্মদ পারভেজ হোসেনের হাতে ক্যাচ বানিয়ে আউট করেন তিনি। মাত্র ৬ রান করতে সক্ষম হয়েছেন হিল।
গোল্ডসওর্থিকে ফেরালেন হৃদয়ঃ
মাত্র ১৭ রানের মাথায় ২ উইকেট হারিয়ে ফেলার পর বেন চার্লসওর্থ এবং লুইস গোল্ডসওর্থির ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছিল সফরকারী ইংল্যান্ড। তারা দুইজন জুটি গড়েছিলেন ৬১ রানের। কিন্তু ২২তম ওভারের ষষ্ঠ বলে গোল্ডসওর্থিকে নিজের ফিরতি ক্যাচে সাজঘরে পাঠান তৌহিদ হৃদয়।
শুরুতেই বিপদে ইংল্যান্ডঃ
বাংলাদেশের দেয়া বিশাল লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১৭ রানের মাথায় প্রথম উইকেট হারিয়ে বসে সফরকারী ইংলিশরা। ওপেনার জর্ডান কক্সকে আকবর আলির হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরত পাঠান শামিম হোসেন।
এরপর কোনও রান যোগ করার আগে ফিরতে হয়েছে নতুন ক্রিজে আসা জেমি স্মিথকেও। ২ বল খেলে শুন্য রানে শামিমের দ্বিতীয় শিকার হয়ে ফিরেছেন তিনি। এবারও তাঁর ক্যাচটি ধরেছেন অধিনায়ক আকবর।
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলঃ
মোহাম্মদ পারভেজ হোসেন, তানজিদ হাসান, মাহমুদুল হাসান, শাহাদাত হোসেন, শামিম হোসেন, রুহেল আহমেদ, রকিবুল হাসান, রিশাদ হোসেন, আকবর আলি (অধিনায়ক, উইকেটরক্ষক), তৌহিদ হৃদয়, আসাদুল্লাহ হিল গালিব।
ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলঃ
বেন চার্লসওর্থ, জর্ডান কক্স (উইকেটরক্ষক), জেমি স্মিথ (অধিনায়ক), লুইস গোল্ডসওর্থি, জর্জ হিল, ডন মৌসলি, জর্জ বল্ডারসেন, লুক হলমান, হামিদুল্লাহ কাদরি, অ্যাডাম ফিঞ্চ, জ্যাক মরলি।
প্রথম ইনিংসের বিবরণঃ
ইংল্যান্ডকে চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড়া করানোর পেছনে মূল কৃতিত্ব ছিলো ওপেনার মাহমুদুল হাসান, মিডল অর্ডার ব্যাটসম্যান শামিম হোসেন এবং লোয়ার অর্ডারে খেলতে নামা শাহাদাত হোসেনের।
মাহমুদুল ৫৭ রান করে আউট হলেও ৭২ রানের অনবদ্য ইনিংস এসেছে শামিমের ব্যাট থেকে। অপরদিকে শেষের দিকে খেলতে নেমে ৫১ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন শাহাদাত। এছাড়াও ২৩ রান করেছেন আরেক ওপেনার তানজিদ হাসান।
ইংল্যান্ডের পক্ষে সবথেকে সফল বোলার ছিলেন জর্জ হিল। ৮ ওভার বোলিং করে ২৪ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন এই ডান হাতি পেসার। অপরদিকে ২টি করে উইকেট পেয়েছেন জ্যাক মরলি এবং অ্যাডাম ফিঞ্চ।
এই ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক আকবর আলি। এরপর দুই ওপেনার তানজিদ হাসান এবং মাহমুদুল হাসানের ব্যাটে ৩৪ রানের জুটি পায় বাংলাদেশ। কিন্তু এরপরেই তানজিদকে জর্জ বল্ডারসেনের হাতে ক্যাচ বানিয়ে আউট করেন বেন চার্লসওর্থ। ফলে প্রথম ব্রেক থ্রু পায় ইংল্যান্ড।
প্রথম ওয়ানডেতে ৮০ রানের দারুণ একটি ইনিংস খেলা মোহাম্মদ পারভেজ হোসেনও আজ ব্যর্থতার পরিচয় দিয়েছেন। মাত্র ১৩ রান করে জর্জ হিলের বলে বোল্ড আউট হয়েছেন তিনি। দলীয় ৬২ রানের মাথায় ফিরেছেন তিনি।
দলীয় ৬৯ রানের মাথায় জর্জ হিলের বলে উইকেটরক্ষক জর্ডান কক্সের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটসম্যান তৌহিদ হৃদয়কে। ২ রান করে আউট হতে হয়েছে তাঁকে। মাত্র ৪টি বল খেলতে পেরেছেন তিনি।
এরপর মাহমুদুল হাসান এবং শামিম হোসেনের ব্যাটে বড় স্কোরের সম্ভাবনা জাগিয়ে তোলে বাংলাদেশ। ওপেনার মাহমুদুল দারুণ একটি অর্ধশতক হাঁকিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু ৯০ বলে ৫৭ রানের দায়িত্বশীল একটি ইনিংস খেলে অ্যাডাম ফিঞ্চের বলে জর্ডান কক্সের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাঁকে।
দলীয় ১৫৭ রানের মাথায় অর্ধশতক হাঁকানো মাহমুদুল হাসান ফিরে গেলে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন মিডল অর্ডার ব্যাটসম্যান শামিম হোসেন। অধিনায়ক আকবর আলিকে সাথে নিয়ে দলের রানের চাকা সচল রাখার চেষ্টা করেন তিনি। পাশাপাশি তুলে নেন ব্যক্তিগত অর্ধশতকও। কিন্তু ১৮৯ রানের মাথায় ইংলিশ বোলার জ্যাক মরলি স্ট্যাম্প ভেঙ্গে দেন তাঁর।
শামিম ফিরলে একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন লোয়ার অর্ডার ব্যাটসম্যান শাহাদাত হোসেন। দারুণ দায়িত্বশীল ব্যাটিং করে ৫১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৬৬ রানের বড় পুঁজি পায় বাংলাদেশ।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন