আজ শেষ হচ্ছে বিপিএল গ্রুপ পর্বের ম্যাচ। আজ ০২ ফেব্রয়ারি রোজ শনিবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও রংপুর রাইডার্স। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ০২টায় শুরু হবে ম্যাচটি। খেলাটি সরাসরি দেখাবে মাছরাঙা ও গাজী টিভি।
বিপিএলে সবার আগে প্লে অফ নিশ্চিত করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাছাড়া বিপিএলে ১১ ম্যাচে সর্বোচ্চ ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে কুমিল্লার।
এদিকে আজকের ম্যাচের ফলাফল যাই হোক-না কেন, পয়েন্ট তালিকায় কুমিল্লা ভিক্টোরিয়ানস ও রংপুর রাইডার্স থাকবে শীর্ষ দুইয়ে। তাই আজকের ম্যাচে কুমিল্লার একাদশে কিছু পরিবর্তন দেখা যেতে পারে।
এ ক্ষেত্রের একাদশ থেকে সেরা খেলোয়ারদের বিশ্রাম দিয়ে অন্য খেলোয়াড়দের সুযোগ দেয়া হতে পারে। সেক্ষেত্রে একাদশে আসতে পারে জিয়াউর রহমান, লিয়াম ডওসনসহ আরও কিছু খেলোয়াড়।
কুমিল্লা ভিক্টোরিয়ানস সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, এনামুল হক (উইকেটরক্ষক), ইমরুল কায়েস (অধিনায়ক), সামসুর রহমান, এভিন লুইস, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, মেহেদি হাসান, মোশারফ হোসেন রুবেল, জিয়াউর রহমান ও লিয়াম ডওসন।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন