বিপিএলে টানা পাঁচ হারের স্বাদ পেয়েছে সাকিব আল হাসানের ঢাকা ডাইনামাইটস। টুর্নামেন্টে নিজেদের ১১তম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে এক রানে হেরে প্লে-অফে যাওয়াটা আরও জটিল করে ফেলল ঢাকা। তাই তো ম্যাচ শেষে হতাশা প্রকাশ করেছেন ঢাকা অধিনায়ক সাকিব।
টানা তিনটি হারের রেকর্ডটি ছিল চিটাগং ভাইকিংসের। তাদের সঙ্গে ভাগ বসিয়েছিল ঢাকা ডাইনামাইটস। চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে টানা হারের দৌড়ে কে এগিয়ে থাকবে সেই লড়াইয়ে জয় হয়েছে ঢাকা ডাইনামাইটসের। ঐ ম্যাচে ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছিলো মুশফিকের চিটাগং ভাইকিংস। চট্টগ্রাম পর্ব শেষে ঢাকা পর্বে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচটি প্লে-অফ নিশ্চিত করার ম্যাচ।
তবে সেই আর হলো কই! কুমিল্লার বিপক্ষে লো-স্কোরিং ম্যাচে এক রানে হেরেছে ঢাকা ডাইনামাইটস। ফলে টানা পাঁচ হারে মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছে তারা। ম্যাচ শেষে হতাশা প্রকাশ করেছেন দলটির অধিনায়ক সাকিব। বরাবরের মতো সাকিবের কাঠগড়ায় নিজেদের ব্যাটিং!
“ম্যাচটি হারাতে ভীষণ হতাশ। ম্যাচটি শেষ ওভার পর্যন্ত গড়ানো উচিত ছিল না। পরিবর্তী ম্যাচটি বাঁচা-মরার ম্যাচ আমাদের জন্য। টানা পাঁচ হার মোটেও ভালো দিক নয় অবশ্যই। কুমিল্লাকে আটকানোর জন্য আমরা ভালো ফিল্ডিং ও বোলিং করেছিলাম কিন্তু ব্যাটসম্যানরা ডুবিয়েছে। ব্যাটসম্যানদের পারফরম্যান্সেও হতাশ।”
আগে বোলিং নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১২৭ রানে আটকে দিয়েছিলো ঢাকা ডাইনামাইটস। কুমিল্লার দেওয়া লক্ষ্যে ব্যাটিং করতেই কত ঘাম ঝরাতে হয়েছে ঢাকা ব্যাটসম্যানদের। গত ম্যাচের মতো এই ম্যাচেও টপ অর্ডাররা ছিলেন ব্যর্থ। পোলার্ড ও নারাইন কিছুটা প্রতিরোধ গড়ে। ডেথ ওভারে ১২ বলে দুই উইকেট হারিয়ে মাত্র ১ রান সংগ্রহ করে ঢাকা। যার কারণে ম্যাচ থেকে অনেকটাই পিছিয়ে পড়ে।
শেষ বলে ছয় রানের প্রয়োজন হলে সাইফউদ্দিনের ইয়র্কার থেকে ৪ রান নিতে সক্ষম হন রাসেল। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে লড়বে খুলনা টাইটান্সের বিপক্ষে। খুলনার বিপক্ষে হারলে বাদ পড়বে ঢাকা।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন