আজ ঢাকার বিপক্ষে অসাধারণ বোলিং করেন সাইফুদ্দিন। এইদিন বল হাতে তান্ডব দেখিয়েই ৪ উইকেট তুলে নেন তিনি। তবে সাইফুদ্দিনের এমন ফর্মের দিনেও সংবাদ সম্মেলনে উঠে আসে মিলারের নাম। যা দেখে তেলে বেগুনে জ্বলে উঠেন সাইফুদ্দিন।
তিনি বলেন ,’ ‘আমি প্রেস কনফারেন্সে আসলেই আপনারা সবাই মিলারের কথা বলেন। স্বাভাবিক, ক্রিকেটে যেটা চলে গেছে সেটা তো চলেই গেছে। আমি নিজেকে প্রমাণ করতে পারছি আজকের ম্যাচে। আমি পারি সেটা আজ করে দেখিয়েছি। সামনে এমন সুযোগ পেলে আজকের মতন দলকে জেতানোর, আরও করার চেষ্টা করবো।’
কথাগুলোর মাঝে ঝাঁঝ, রাগ, ক্ষোভ আছে পরিষ্কার। মুখায়ব ও শরীরি অভিব্যক্তিতেও তা পরিষ্কার ফুটে উঠল। তবে তারপর যে কথাগুলো বললেন, তাতে বোঝা গেল সেই পাঁচ ছক্কা হজমের তিক্ত অভিজ্ঞতা ভুলে নিজেকে তিলে তিলে গড়ে তুলেছেন এবং ডেথ ওভারে কিভাবে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের হাত খুলে খেলা থেকে বিরত রাখতে হবে আর সেটাই বেশ ভালোভাবেই প্র্যাকটিস করছেন সাইফুদ্দিন
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন