বিপিএল ছেড়ে নিজ দেশ আফগানিস্তানে চলে গেলেন হজরতউল্লাহ জাজাই। এবার ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলছিলেন তিনি। আফগানিস্তান জাতীয় দলের হয়ে খেলার জন্যই বিপিএল শেষ হওয়ার আগেই দেশে ফিরে গেছেন তিনি।
যাওয়ার আগে অবশ্য বিপিএল মাতিয়ে গেছেন জাজাই। গেল কয়েকটি ম্যাচে জ্বলে উঠতে না পারলেও শুরুর দিকে তার ব্যাট চওড়া ছিল। দেশে ফেরার আগে ঢাকার হয়ে ৭ ম্যাচে ২টি অর্ধশতকসহ ১৬৪ রান করেন আফগান হিটার। তার চলে যাওয়ার কারণটাও জানা গেছে।
জাজাই যখন চলে গেলেন, তখন শেষ চারে ওঠার দোলাচলে ঢাকা। টানা ৪ ম্যাচ হেরে বিপিএলের ষষ্ঠ আসর থেকে বাদ পড়ার শঙ্কায়। ১০ ম্যাচে ৫ জয় ও ৫ পরাজয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে তারা। শেষ ২ ম্যাচে হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে খালেদ মাহমুদ সুজনের শিষ্যরা।
এ অবস্থায় দলের শক্তি বাড়াতে শ্রীলংকা ওপেনার উপুল থারাঙ্গাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে ঢাকা। সবকিছু ঠিক থাকলে আজ শুক্রবার (১ ফেব্রুয়ারি) ম্যাচে মাঠে নামবেন তিনি। আজ কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে লিগ পর্বে নিজেদের ১১তম ম্যাচে মাঠে নামবে সাকিব বাহিনী। হোমগ্রাউন্ডে তাদের ভাগ্য ফেরে কি না-এখন তাই দেখার।
চিটাগাং ভাইকিংসের কাছে গত ম্যাচে ১১ রানে পরাজিত হওয়ার পর প্লে অফে যাওয়ার সমীকরণটি কিছুটা কঠিন হয়ে দাঁড়িয়েছে সাকিব আল হাসানের ঢাকা ডাইনামাইটসের জন্য।
১০ ম্যাচে পাঁচটি জয় পাওয়া ডাইনামাইটসকে শেষ চারে যেতে হলে হাতে থাকা বাকি দুই ম্যাচেই জয় পেতে হবে। যার মধ্যে প্রথমটি অনুষ্ঠিত হবে আগামীকাল। ঢাকার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে খেলতে নামবে সাকিবদের দল।
ডাইনামাইটসদের ঠিক আগের অবস্থানে ১২ ম্যাচে ৬ জয় নিয়ে চতুর্থতে আছে মেহেদি হাসান মিরাজের রাজশাহী কিংস। আগামীকাল জয় পেলে মিরাজদের সমান পয়েন্ট অর্জন করবে সাকিবরা। আর শেষ ম্যাচে পরাজিত হলে সেক্ষেত্রে রান রেটের বিচারে যারা এগিয়ে থাকবে তারা শীর্ষ চারে জায়গা করে নিবে।
তবে আগামীকাল কুমিল্লার বিপক্ষে ম্যাচটি যে মোটেই সহজ হবে না ঢাকার জন্য তা বলাই বাহুল্য। কেননা চিটাগাং ভাইকিংসকে গত ম্যাচে ৭ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়তে উঠে এসেছে তামিম, ইমরুলদের দলটি।পূর্ণ আত্মবিশ্বাসী থেকেই আগামীকাল মাঠে নামার সুযোগ পাচ্ছে তারা। অপরদিকে ভাইকিংসদের কাছে হেরে অনেকটা কোণঠাসা অবস্থায় থেকে খেলবে ঢাকা ডাইনামাইটস।
নজর থাকবে যাদের ওপরঃ
তামিম ইকবাল (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)-
ভাইকিংসদের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ব্যাট হাতে ৫৪ রানের অপরাজিত একটি ইনিংস খেলেছিলেন কুমিল্লা ওপেনার তামিম ইকবাল। তাঁর ইনিংসটির সুবাদে ৭ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছিলো কুমিল্লা।
গত ১৮ই জানুয়ারি খুলনা টাইটান্সের বিপক্ষেও হেসেছিলো তামিমের ব্যাট। খেলেছিলেন ৪২ বলে ৭৩ রানের ঝড়ো একটি ইনিংস। সুতরাং আগামীকালও তামিমের রান পাওয়ার অপেক্ষায় থাকবে ভিক্টোরিয়ান্সরা।
সাকিব আল হাসান (ঢাকা ডাইনামাইটস)- বর্তমানে ব্যাট এবং বল হাতে দারুণ ফর্মে আছেন ডাইনামাইটস অধিনায়ক সাকিব আল হাসান। ভাইকিংসদের বিপক্ষে গত ম্যাচে ৪২ বলে ৫৩ রানের দারুণ একটি ইনিংস খেলেছিলেন তিনি। দলকে জিতিয়ে আসতে না পারলেও নিজের সামর্থ্যের জানান ঠিকই দিয়েছেন সাকিব।
সিলেট সিক্সার্সের বিপক্ষে গত ১৮ই জানুয়ারির ম্যাচটিতেও ৬১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন টাইগার এই ক্রিকেটার। বল হাতেও দারুণ সফল সাকিব। এখন পর্যন্ত ১০ ম্যাচে ১৭ উইকেট শিকার করেছেন তিনি এবারের আসরে। আগামীকাল তাই সাকিবের অলরাউন্ড পারফর্মেন্সই দেখতে চাইবে ঢাকার সমর্থকেরা।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন