শিরোনাম

প্রচ্ছদ /   ইংল্যান্ডকে হারিয়ে বিশাল ব্যবধানে সিরিজ জয় টাইগারদের

ইংল্যান্ডকে হারিয়ে বিশাল ব্যবধানে সিরিজ জয় টাইগারদের

Avatar

শুক্রবার, ফেব্রুয়ারী ১, ২০১৯

প্রিন্ট করুন

তানজিদ হাসান, আকবর আলি এবং মাহমুদুল হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে পরাজিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তিন ব্যাটসম্যানই হাঁকিয়েছেন অর্ধশতক, বাংলাদেশে জিতেছে পাঁচ উইকেটের ব্যবধানে।

এই ম্যাচ জিতে তিন ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা এবং সিরিজটি নিজেদের করে নিয়েছে। এদিন ২৫৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যে পৌঁছুতে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেছিলেন দুই ওপেনার তানজিদ এবং মোহাম্মদ প্রান্তিক।

৮৭ রানের জুটি গড়েন তারা দুইজনে। ৩১ রান নিয়ে প্রান্তিক ফিরে গেলেও ব্যক্তিগত অর্ধশতকটি হাঁকিয়ে নেন তানজিদ। এরপর মোহাম্মদ পারভেজের সাথে জুটি গড়তে চেয়েছিলেন তানজিদ, কিন্তু ১১ রান নিয়ে ফিরেছেন পারভেজও।

এরপর ৪৬ বলে ৭০ রানের বিধ্বংসী ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন তানজিদও। নতুন ব্যাটসম্যান শামিম আহমেদও ব্যর্থও ফিরেছেন। ১২২ রানে চার উইকেট হারিয়ে কোণঠাসা বাংলাদেশের হাল ধরেন মাহমুদুল হাসান এবং আকবর আলি।

শতক ছাড়ানো জুটি গড়েন দুইজনে। দুইজনেই পেয়েছেন অর্ধশতকের দেখা। অধিনায়ক আকবর ফিরেছেন ৫৭ রানে। কিন্তু ব্যাট হাতে ৫৬ রানে অপরাজিত ছিলেন মাহমুদুল। তাঁর সাথে অপরাজিত ছিলেন মৃত্যুঞ্জয় চৌধুরী। ইংল্যান্ডের হয়ে একাই তিন উইকেট নিয়েছিলেন হামিদুল্লাহ কাদরি।

ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাটসম্যানদের ব্যাটিং নৈপুণ্যে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে চ্যালেঞ্জিং পুঁজি ছুঁড়ে দিয়েছিল ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। নির্ধারিত ৫০ ওভার শেষে সাত উইকেট হারিয়ে ২৫৬ রান সংগ্রহ করেছিলো তারা।

দুই ওপেনার বেন চার্লসওর্থ এবং উইল স্মিডের ৮৭ রানের জুটি ভালো সূচনা এনে দিয়েছিল ইংলিশদের। এরপর পরপর দুই উইকেট তুলে নেয় টাইগার যুবারা। ৫৫ বলে ৩৯ রান করা চার্লসওর্থকে ফিরিয়েছেন আশরাফুল ইসলাম সিয়াম এবং ৫৬ বলে ৪৩ রান করা স্মিডকে সরাসরি বোল্ড করে সাজঘরের পথ দেখান লেগ স্পিনার রিশাদ আহমেদ।

মধ্য ওভারে এসে খেলা সম্পূর্ণ নিজেদের করে নেন দুই ব্যাটসম্যান লুইস গোল্ডসওর্থি এবং জ্যামি স্মিথ। দুইজনে মিলে ১১২ রানের জুটি গড়েন। বিশাল সংগ্রহের আগাম বার্তা দিতে থাকে ইংল্যান্ড। কিন্তু এক স্পেলে এসে খেলার মোড় ঘুরিয়ে দেন পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। একে একে ৪৮ রান করা স্মিথ, ৭৩ রান করা গোল্ডসওর্থি, ১২ রান করা জর্জ হিল এবং ০ রানে জর্ডান কক্সকে ফেরান এই পেসার।

৫০ রানে চার উইকেট তুলে নেন মৃত্যুঞ্জয়। শেষের দিকে এসে জর্জ বাল্ডারসেন ১৪ বলে ২৯ রানের ছোট একটি ক্যামিও খেলে ইংল্যান্ডের রান আড়াইশ ছাড়া করেন। পরবর্তীতে নির্ধারিত পঞ্চাশ ওভারে সাত উইকেট হারিয়ে ২৫৬ রান সংগ্রহ করতে সক্ষম হয় সফরকারীরা।

সংক্ষিপ্ত স্কোরঃ

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ঃ ২৫৬/৭ (৫০ ওভার) (গোল্ডসওর্থি ৭৩, স্মিথ ৪৮; মৃত্যুঞ্জয় ৪/৫০)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ঃ ২৫৭/৫ (৪৮ ওভার) (তানজিদ ৭০, আকবর ৫৭; কাদরি ৩/৩০)

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন