চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে ঢাকার দুই পর্ব, সিলেট ও চট্টগ্রাম পর্ব এরই মধ্যে শেষ হয়েছে। আগামীকাল শুক্রবার (১ ফেব্রুয়ারি) থেকে আবারো ঢাকা পর্ব শুরু হবে এবং মেগা ফাইনাল দিয়ে শেষ হবে এবারের বিপিএল।
আগামীকাল মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটস।বিপিএলে দিনের প্রথম ম্যাচ ১.৩০ হওয়ার কথা থাকলেও আগামীকাল শুক্রবার ছুটির দিন বলে বাংলাদেশ সময় দুপুর দুইটায় ১ম ম্যাচ শুরু হবে।
আর ২য় ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাতটায় এরই মধ্যে বিপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে কুমিল্লা। অন্যদিকে প্লে-অফে নিশ্চিত করতে মাঠে নামবে ঢাকা।১০ ম্যাচ খেলে ৭টিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়তে আছে কুমিল্লা। অন্যদিকে ১০ ম্যাচ খেলে ৫টিতে জয় নিয়ে পঞ্চম স্থানে আছে ঢাকা।
একই ভেন্যুতে দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে চিটাগং ভাইকিংস ও সিলেট সিক্সার্স। বিপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে চিটাগং। অন্যদিকে বিপিএলের এবারের আসর থেকে ছিটকে গেছে সিলেট।১১ ম্যাচ খেলে ৭টিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয়স্থানে আছে চিটাগং। অন্যদিকে ১১ ম্যাচ খেলে ৪টিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠস্থানে আছে সিলেট।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন