এ বছরে ৩০ মে থেকে ইংল্যান্ডের শুরু হতে যাচ্ছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে এর আগের আগে বিশ্বকাপ উপলক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে খুশির খবর এই যে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচে দুটি ভারত এবং পাকিস্তানের বিপক্ষে। ২৬ মে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ দল। এবং ২৮ মে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। দুটি প্রস্তুতি ম্যাচে অনুষ্ঠিত হবে কার্ডিফে।
সিরিজের ওয়ানডে স্কোয়াডঃ মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, নাঈম হাসান।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন