রংপুর রাইডার্স এবং সিলেট সিক্সার্সের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে চলতি বিপিএলের চিটাগাং পর্ব। এই পর্ব শুরু হওয়ার আগে সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যানের তালিকায় দ্বিতীয়তে অবস্থান করছেন চিটাগাং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিম।
এখন পর্যন্ত ৭ ম্যাচে ৪৬.১৬ গড় এবং ১৩৪.৪৬ স্ট্রাইক রেটে ২৭৭ রান সংগ্রহ করেছেন টাইগার এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। হাঁকিয়েছেন ৩টি অর্ধশতক। সর্বশেষ রাজশাহী কিংসের বিপক্ষে ম্যাচটিতে ৬৪ রানের অপরাজিত একটি ইনিংস খেলেছেন মুশফিক।
সেরা পাঁচ রান সংগ্রাহকের তালিকায় আছেন আরেক বাংলাদেশি জুনায়েদ সিদ্দিকিও। চতুর্থতে অবস্থান করা খুলনা টাইটান্সের এই ব্যাটসম্যান ৯ ম্যাচে ২৪৯ রান সংগ্রহ করেছেন এখন পর্যন্ত। তাঁর ব্যাটিং গড় এবং স্ট্রাইক রেট যথাক্রমে ২৭.৬৬ ও ১৪০.৬৭। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে গত ১৮ই জানুয়ারির ম্যাচে ৪১ বলে ৭০ রানের ঝড়ো একটি ইনিংস খেলেছিলেন জুনায়েদ।
তবে এখন পর্যন্ত এবারের আসরে সবথেকে বেশি রান এসেছে রংপুরের প্রোটিয়া রিক্রুট রাইলি রুশোর ব্যাট থেকে। ৮টি ম্যাচ খেলে ৮৯.৭৫ গড় এবং ১৪৬.৫৩ স্ট্রাইক রেটে ৩৫৯ রান সংগ্রহ করেছেন তিনি। হাঁকিয়েছেন ৪টি অর্ধশতক। সর্বশেষ অর্ধশতকটি তিনি হাঁকিয়েছিলেন সিলেট সিক্সার্সের বিপক্ষে গত ১৯শে জানুয়ারির ম্যাচে।
সেরা পাঁচের তালিকায় তৃতীয় এবং পঞ্চমে আছেন সিক্সার্সদের ক্যারিবিয়ান ব্যাটসম্যান নিকোলাস পুরান ও ইনজুরির কারণে বিদায় নেয়া অস্ট্রেলিয়ান ডেভিড ওয়ার্নার।
৮ ম্যাচে ৪৫.৩৩ গড় এবং ১৫২.৮০ স্ট্রাইক রেটে ২৭২ রান সংগ্রহ করেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান পুরান। তাঁর ব্যাট থেকে এসেছে ২টি অর্ধশতকের ইনিংস।
অপরদিকে ওয়ার্নার বিদায় নেয়ার আগে ৭ ম্যাচে ২২৩ রান সংগ্রহ করেছিলেন। তাঁর ব্যাটিং গড় ৩৭.১৬ গড় এবং স্ট্রাইক রেট ছিলো ১৩১.১৭। পাশাপাশি তাঁর ছিলো ৩টি অর্ধশতক।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন