গেইল-হেলসের তাণ্ডবে খুলনাকে উড়িয়ে দিল রংপুর। খুলনার দেয়া ১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তাণ্ডব চালাচ্ছে রংপুরের ব্যাটসম্যানরা। বিশেষ করে ওপেনা হেলস। কোন উইকেট না হারিয়ে এরই মধ্যে দলীয় অর্ধশতক পুরন করেন দুই ওপেনা। আর হেলস তার টনেডো ঝড়ে তুলে নিলেন অর্ধশতক। মাত্র ২৬ বলে ৫৪ রান করেন তিন।
তবে ৩ ছক্কা ও ৮টি চার হাঁকিয়ে ২৯ বলে ৫৫ রান করে ইয়াসির শাহ বলে সরাসরি বোল্ট হন। এরপর ক্রিজে আসেন ভিলিয়ার্স। ক্রিজে এসেই শুরু হয় টর্নেডো ইনিংস। মাত্র ২৪ বলে ৪১ রান করে অধিনায়ক রিয়াদের এলভির ফাঁদের পড়ে ফিরে যান তিনি। চারটা ছয় ও তিনটা চার হাঁকান তিনি।
ভিলিয়ার্স ফিরে গেলেও থামেনি রংপুরের তাণ্ডব। কেননা ক্রিজে রয়েছেন ওপেন ক্রিজ গেইল। এবারের বিপিএলে তেমন সুবিধা করতে না পারলেও। খুলনা বিপক্ষে আজ ঝড় তুলেছেন তিনি। ৩৪ বলে করেছেন ৫২ রান। অবশেষে এবার পেলে কাঙ্খিত অর্ধশতক।
এতো দিন রান না পেলেও জ্বলে উঠেছে গেইলে ঝড়। তবে অপরাজিত থাকতে পারলেন না তিনি। জুনায়েদ খানে বলে ছক্কা হাঁকাতে গিয়ে উইজে হাতে ধরা পড়েন। ৪০ বলে ৫৫ রান করে ফেরেন তিনি।
এরপর ১৯ বলে ১৫ রান করে বিদায় নেন মিথুন। রুশো ৩ বলে ১০। নাহিদুল ১ বলে ১ রান।শেষ পর্যন্ত ৩ বল বাকি থাকতে জিতে যায় রংপুর। ৬ উইকেটে জয় পায় রংপুর।
ম্যাচ শেষে ডি ভিলিয়ার্স বলেন নিজেকে ফিট রাখতে বিপিএলে খেলতে এসেছি এবং খুব এনজয় করছি বিপিএলে।আশা করি সামনে আর ভাল কিছু উপহার দিতে পারব।
এর আগে চলতি বিপিএলের ষষ্ঠ আসরে আজ মঙ্গলবার (২২ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি খুলনা টাইটান্স-রংপুর রাইডার্স।। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ২৫তম ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।
টসে জিতে বোলিংয়ে সিদ্ধন্ত নিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি। আজকের খুলনা টাইটান্সের দুটি পরিবর্তন রয়েছে।
টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারায় খুলনা। দলীয় প্রথম ওভারের শেষ বলে মাশরাফির শিকার হন ওপেনা আল আমিন। ৬ বলে মাত্র ৪ রান করেন তিনি। আল আমিন আউট হলেও ভালোই শুরু করেছিলেন জুনায়েদ সিদ্দিকী। কিন্তু বেশি দূর এগুতে পারেননি তিনি।
ফরহাদ রেজার শিকার হয়ে ১২ বলে ১৩ রান করেন তিনি। একটি ৪ ও একটি ছক্কা হাঁকান তিনি। জুনায়েদ হলেও তাণ্ডব চালান টেইলর। ছয়-চার হাঁকিয়ে মাত্র ২০ বলে করেন ৩২ রান। তবে ১০ম ওভারে প্রথম বলে গেইলকে ছক্কা হাঁকাতে গিয়ে নাহিদুল ইসলামের হাতে ধরা পড়েন।
এরপর ফিরে যান দলীয় অধিনায়ক রিয়াদ। ২০ বলে ২৯ রান করে ফরহাদ রেজার বলে ফিরে যান তিনি। পরে বলে অর্ধশতকের দাঁড় প্রান্তে থাকা নাজমুল হাসান শান্ত শিকার হন ফরহাদ রেজার। ৩৫ বলে ৪৮ রান করে আক্ষেপ নিয়ে ফেরেন তিনি। এর পর ফরহাদ রেজার বলে ফিরে যান আরিফুল। ১০ বলে ৬ রান করেন তিনি।
তবে শেষ দিয়ে তাণ্ডব চালান ডেভিড উইজ। ইয়াসির শাহ করেন ২ বলে ৫ রান। উইজ করেন ১৫ বলে ৩৫ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮১ রান করেছে খুলনা।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন