অনেকটা হুট করেই আজকের একাদশে সুযোগ পান ইংলিশ ওপেনিং ব্যাটসম্যান লরি ইভান্স। আর দলে সুযোগ পেয়েই আজকের ম্যাচে তান্ডব দেখান তিনি। এই আসরের প্রথম ম্যাচেই সেঞ্চুরি তুলে নেন তিনি। তবে আজকের ম্যাচে নিজের নাম দেখতে পেয়ে অনেকটাই অবাক হোন তিনি।
এই ব্যাপারে তিনি বলেন ,’ ‘একাদশে নিজের নাম দেখে আমি কিছুটা অবাক হয়েছিলাম। কারণ শেষ ম্যাচগুলোয় ব্যর্থতার কারণে এই ম্যাচে আমার সুযোগ প্রাপ্য ছিল না।’
রাজশাহীর ইংলিশ ওপেনার আরো বলেছেন, ‘টানা ব্যর্থতার পরও আমাকে সুযোগ দেওয়া হয়েছে। আমি কোচ ও দলের মালিকের কাছে কৃতজ্ঞ।’ কেন বিপিএলের শুরুর দিকে অফ ফর্মে ছিলেন সেটার নেপথ্য কারণ ব্যাখ্যা করলেন ইভান্স। বলেছেন, ‘এখানে (বাংলাদেশে) আসার পর শুধু গতকালই (রোববার) ভালোভাবে অনুশীলন করতে পেরেছি। তবে অবশ্য আমি বেশ কিছুদিন এপিএল এবং বিয়ের জন্য প্রস্তুতি করার সুযোগ পায়নি।’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন