ভাইকিংসের হয়ে আসরের শুরু থেকেই দুর্দান্ত খেলছেন দলের প্রোটিয়া অলরাউন্ডার রবি ফ্রাইলিঙ্ক। কিন্তু বিষাক্ত মাকড়সার কামড়ে দেওয়ায় চিটাগংয়ের হয়ে শেষ ম্যাচটি খেলেননি তিনি।
মাকড়সার কামড়ে জ্বর চলে আসে তাঁর। ঢাকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগেও খেলবেন কিনা তা নিয়ে ছিল সংশয়। কিন্তু শেষ পর্যন্ত খেললেন ফ্রাইলিঙ্ক। ফিরেই ম্যাচ জেতালেন দলকে। ঢাকার বিপক্ষে ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে জানান,
‘মাকড়সা কামড় দিয়েছিল আমাকে, একারণে অসুস্থ ছিলাম। চাইলেও আগের ম্যাচটি খেলা হয়নি। এই ম্যাচের আগে ফিট হওয়াটা সৌভাগ্যের বিষয়।’প্রোটিয়া এই অলরাউন্ডার ম্যাচটিতে বল হাতে নিয়েছেন ১৯ রান খরচায় দুটি উইকেট। এছাড়া ব্যাট হাতে ১০ বলে তিন ছক্কায় ২৫* রানের ইনিংসটি ম্যাচ জিতিয়েছে চিটাগংকে।
ঢাকার মতো তারকাবহুল দলকে ১৪০ রানের মধ্যে আটকে দেওয়াকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছেন ফ্রাইলিঙ্ক। দলের বোলারদের কৃতজ্ঞতা দিতে গিয়ে জানান,
‘ব্যাটিংয়ে নেমে দলকে জেতানো ছাড়া কিছুই ভাবছিলাম না। তাঁদের ১৪০ রানের মধ্যে আটকে রাখাটা দুর্দান্ত ছিল। তাঁরা চ্যাম্পিয়ন দল।
বোলাররা আসলেই ভালো বল করেছে। দলের সবাই ভালোমতো শিখতে চায়। আমরা এখনও নিজেদের সেরাটা দেইনি, ৮০ ভাগের মতো দিয়েছি।’
ফ্রাইলিঙ্কের সঙ্গে একমত ভাইকিংস অধিনায়ক মুশফিকুর রহিমও। ‘ঢাকার মতো একটি দল ১৪০ রান করবে, এমনটা ভাবাই যায়না। বোলার এবং ফিল্ডাররা দুর্দান্ত খেলেছে, এমনটা বলতেই হবে। ফ্রাইলিঙ্ক আমাদের হয়ে আবারও দুর্দান্ত খেলল।’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন