শিরোনাম

প্রচ্ছদ /   এবারের বিপিএলে সেরা উইকেট কিপার যিনি

এবারের বিপিএলে সেরা উইকেট কিপার যিনি

Avatar

বৃহস্পতিবার, জানুয়ারী ১৭, ২০১৯

প্রিন্ট করুন

বিপিএলে এখন পর্যন্ত ঢাকা ডায়নামাইটস ৫টি ম্যাচ খেলেছে। আর এই ৫টি ম্যাচের প্রতিটিতেই খেলেছেন উইকেকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। এই সময়ে সোহান ৮টি ডিসমিসাল করেছেন সোহান। এরমধ্যে তিনটি স্টাম্পিং এবং তিনটি ক্যাচ।

দুই নম্বরে আছে রংপুরের মোহাম্মদ মিঠুন। ৬ ম্যাচে ৬টি ডিসমিসাল করেছেন তিনি। এরমধ্যে চারটি ক্যাচ এবং ২টি স্ট্যাম্পিং। চিটাগাং ভাইকিংসের শাহজাদ আছে তিন নম্বরে। ৪ ম্যাচে ৫টি ডিসমিসাল তার যার মধ্যে পাঁচটিই ক্যাচ।

চারে আছে লিটন দাস। ৫ ম্যাচে তিনটি ডিসমিসাল করেছেন তিনি, তিনটিই ক্যাচ। পাঁচে আছে কুমিল্লার বিজয়। ৫ ম্যাচে ৩টি ক্যাচ ধরেছেন তিনি।এছাড়াও জহুরুল হক ২টি, জাকির হাসান ২টি, জাকির আলি ১টি ডিসমিসাল করেছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন