আশরাফুল ব্যর্থ এই কথাটি ভুল। উনি ব্যর্থ হলে বাংলাদেশের সবাই ই ব্যর্থ কেননা, এই বিপি এলে চোখে পড়ার মত পারফরমেন্স কেউ ই করতে পারেনি।লক্ষ করলেই দেখবেন, তামিম, সাকিব, লিটন, ইমরুল, সৌম্য এদের মাঝে কেউ ই তেমন কিছু করতে পারেন নি এই বি পি এলে।
যদিও এক দুইজন ফিফটির দেখা পেয়েছে ওডি আই কিংবা টেস্টের মতোই স্লো ব্যাটিং করে পেয়েছে। সেই হিসাবে আশরাফুল ছয় বছর পর এসে ভালোই করছে। আশা করা যায় এই বি পি এলের মাধ্যমেই তার হাতের সকল জড়তা কাটিয়ে উঠতে পারবে আর আমরাও ফিরে পাবো সেই আগের আশার ফুলকে।সাথে সাথে দল থেকে বাদ পরার গুঞ্জন ও উঠেছে আশরাফুলকে নিয়ে। (আশরাফুলকে) শুভকামনা সহ ভালবাসা রইলো আশারফুলের জন্য। আমাদের এক পাঠকের অনুরোধে তার এই লেখাটি প্রকাশ করা হলো ।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন