শিরোনাম

প্রচ্ছদ /   ভাইকিংসের বিপক্ষে একটু পরেই যে একাদশ নিয়ে মাঠে নামছে সিলেট

ভাইকিংসের বিপক্ষে একটু পরেই যে একাদশ নিয়ে মাঠে নামছে সিলেট

Avatar

বুধবার, জানুয়ারী ৯, ২০১৯

প্রিন্ট করুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ ৯ জানুয়ায়রি বুধবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে সিলেট সিক্সার্স ও চিটাগং ভাইকিংস। শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ১২.৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। খেলাটি সরাসরি দেখাবে মাছরাঙা ও গাজী টিভি। এবার ব্যাট এবং বল দুই বিভাগে দারুন শক্তিশালী দল গঠন করেছে সিলেট সিক্সার্স। যদিও নিজেদের প্রথম ম্যাচ হেরেছে সিলেট সিক্সার্স।

এদিকে আজকের ম্যাচে সিলেট সিক্সার্সের একাদশে এক পরিবর্তন আসতে পারে। আজকের একাদশে আসতে পারে বাংলাদেশের অন্যতম খেলোয়াড় নাসির হোসাইন।

দলে আছে সাব্বির রহমান, নাসির হোসেন, লিটন দাসের মত হার্ড হিটার ব্যাটসম্যান। একই সাথে আছে টি-টুয়েন্টির ঘূর্নিঝড় নামে খ্যাত ওয়ার্নার, নিকোলাস পুরান, আন্দ্রে ফ্লেচারের মত তারকারা। বোলিংয়ে তান্ডব ছাড়ানোর জন্য আছেন সন্দিপ লামিচান, সোহেল তানভীর, ইমরান তাহির, আল আমি হোসেন, এবাদত হোসেন।

সিলেট সিক্সার্সের সম্ভাব্য একাদশঃ ডেভিড ওয়ার্নার, লিটন দাস, সাব্বির রহমান, নিকোলাস পুরান, নাসির হোসাইন, তৌহিদ হৃদয়, আল-আমিম হোসাইন, আফিফ হোসাইন, মোহাম্মদ ইরফান, তাসকিন আহমেদ, ইমরান তাহির।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন