শিরোনাম

প্রচ্ছদ /   বিপিএলে কি হচ্ছে এসব ?

বিপিএলে কি হচ্ছে এসব ?

Avatar

মঙ্গলবার, জানুয়ারী ৮, ২০১৯

প্রিন্ট করুন

বিপিএলে জুয়াড়িদের উৎপাত বাড়ছেই। মিরপুরে এখন পর্যন্ত ১৫জন দেশি-বিদেশি জুয়াড়ি আটক করেছে পুলিশ। তবুও থামছে না জুয়াড়িদের উৎপাত। বুধবার সব মিলিয়ে আরও পাঁচজনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে পাঁচজনই ভারতীয়।

পুলিশ পাঁচ জুয়াড়িকে আটক করে ২০ হাজার টাকা জরিমানা করেছে। জুয়াড়িদের শাস্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগরের নির্বাহী মেজিস্ট্রেট ইমরুল হাসান।

প্রথম আলোকে তিনি বলেছেন, ‘আমরা আজ পাঁচজনকে আটক করেছি, এর মধ্যে পাঁচজনই বিদেশি নাগরিক। কাল আরেক ভারতীয় জুয়াড়িকে আটক করেছিলাম। প্রত্যেকের আর্থিক দণ্ডের পাশাপাশি মোবাইল জব্দ করা হয়েছে। তাদের মাঠে আসার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।’

জুয়াড়িদের মাঠে প্রবেশ করে দেয়ার সুযোগ করে দেয়ায় শাস্তি দেয়া হয়েছে দুই বাংলাদেশিকেও। একজনের নাম সজীব আহমেদ, ২১ বছর বয়সী এই তরুণকে ১১ দিন আটক করে রাখার আদেশ দিয়েছে পুলিশ। অন্যজনকে ৫০০ টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে।

ইমরুল বললেন, ‘ওই দর্শক (সজীব) কারাদণ্ডের শাস্তি এড়াতে পারতেন। কিন্তু তিনি বিসিবির নিরাপত্তাকর্মীদের উল্টো হুমকি–ধামকি দিচ্ছিলেন।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন