শিরোনাম

প্রচ্ছদ /   মুস্তাফিজের কাছে যে কয়টি বাংলা শব্দ শিখেছেন ওয়ার্নার

মুস্তাফিজের কাছে যে কয়টি বাংলা শব্দ শিখেছেন ওয়ার্নার

Avatar

মঙ্গলবার, জানুয়ারী ৮, ২০১৯

প্রিন্ট করুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে খেলতে গতকাল ঢাকায় এসেছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। সিলেট সিক্সার্সের হয়ে অধিনায়কত্ব করবেন তিনি। গতকাল ঢাকায় এসে আজ অনুশীলনে নেমে পড়েছেন ডেভিড ওয়ার্নার। আর অনুশীলনে এসেই মুস্তাফিজুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন তিনি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ একসাথে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন এই দুই ক্রিকেটার। তাদের দুর্দান্ত পারফরম্যান্সে প্রথমবারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হয় সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে বিপিএলে দুই ক্রিকেটার খেলবেন দুই দলের হয়ে। ডেভিড ওয়ার্নার খেলবেন সিলেট সিক্সার্সের হয়ে এবং মোস্তাফিজুর রহমান খেলবেন রাজশাহী কিংসের হয়ে।

এবারের বিপিএলে সিলেট সিক্সার্সের অধিনায়কের দায়িত্ব পালন করবেন ওয়ার্নার। তবে প্রথম ম্যাচে তার যে শুরু হয়েছে হার দিয়েই। তবে এবার সাংবাদিকদের সামনে ওয়ার্নার বাংলা ভাষায় কথা বললেন।

মাঠে নামার আগেই উত্তেজনাকর প্রতিযোগিতার আঁচ পাচ্ছেন তিনি।সংবাদমাধ্যমকে বিপিএলে তার প্রত্যাশার কথা শুনিয়েছেন এভাবে, ‘অন্য দলগুলোর খেলোয়াড়দের দিকে একটু তাকান। তারা শুধু আমাকে দেখতে আসেনি! উত্তেজনাকর একটি প্রতিযোগিতা হতে যাচ্ছে। এখানকার অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত।’

সঙ্গে যোগ করেছেন, ‘চমৎকার এই প্রতিযোগিতায় দারুণ ক্রিকেট ও অভিজ্ঞতা অর্জনের সঙ্গে সুযোগ হবে তরুণ খেলোয়াড়দের সঙ্গে খেলার, যারা একদিন বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে খেলার স্বপ্ন পূরণ করতে পারবে। আইপিএলের মাধ্যমে ভারতের তরুণ খেলোয়াড়রা যেমন তাদের দেশের প্রতিনিধিত্ব করেছে, আমার মনে হয় বিপিএলেও তেমনটাই গুরুত্বপূর্ণ।’

বাংলা বলতে পারেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবেই ওয়ার্নারের এক শব্দের মধুর উত্তর। ‘ভালোবাসি’ একইসাথে আর কোনো শব্দ জানেন কি না এই প্রশ্নের জবাবে ওয়ার্নারের ভাষ্য, ‘না, এই একটা বাংলা শব্দই জানি আমি। এটা আমাকে শিখিয়েছে মুস্তাফিজ।’

বল টেম্পারিং ইস্যুতে গত মার্চে একইসাথে নিষেধাজ্ঞা পেয়েছিলেন অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও অধিনায়ক স্টিভ স্মিথ। দুই বন্ধু আবারও একইসাথে মাঠের লড়াইয়ে, এবার একে অন্যের বিপরীতে। বিপিএলে এনে দিলো ক্রিকেট বিশ্বের জন্য দারুণ এক উপলক্ষ্য। ওয়ার্নারও স্মিথের সাথে খেলতে নেমে বেশ উপভোগ করেছেন। দুইজনই আবার ছিলেন যার যার দলের নেতৃত্বে।

ওয়ার্নার বলেন, ‘সত্যি আমাদের দুজনের দুই দলকে নেতৃত্ব দেওয়ার বিষয়টি দেখে খুব ভালো লেগেছে। আমারা এই দেশের উঠতি তরুণদের নানান অভিজ্ঞতা দিতে চেষ্টা করবো।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন