বোর্ড থেকে অনাতিপত্র না থাকায় এই আসরের একটি ম্যাচেও এখন পর্যন্ত খেলতে পারেননি গেইল। তবে ২য় ম্যাচে হাইভোল্টেজ ম্যাচে খেলতে যাচ্ছেন ক্রিস গেইল। তবে গেইল ফেরায় এবার কপাল পুড়তে যাচ্ছে একজন বিদেশী খেলোয়াড়ের।
আর নামটা শুনলে অবাক হবেন আপনিও। তিনি আর কেউই নন, অ্যালেক্স হেলস। কেওনা এর আগের দুই ম্যাচেই খারাপ খেলেছেন তিনি। তাই যে দলের সেক্রিফাইস বলে কথা। এই জন্যই এবার ডাগআউটে বসতে হচ্ছে তাকে। কেননা এর আগের ম্যাচেই ম্যাচসেরা হয়েছিল রুশো।
আর বোপারা ভালো করেছেন দুই ম্যাচেই। বিনি হাওয়েলেও বেশ খারাপ করেননি। তাই গেইলের জন্য এবার ডাগআউটে বসতে হচ্ছে ইংল্যান্ডের এই তারকা ক্রিকেটারকে।
রংপুরের সম্ভাব্য একাদশ: ক্রিস গেইল, মেহেদী মারুফ, মোহাম্মদ মিঠুন, রাইলি রুশো, রবি বোপারা, বিনি হাওয়েল, ফরহাদ রেজা, মাশরাফি, সোহাগ গাজি, নাজমুল ইসলাম, সফিউল ইসলাম।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন