শিরোনাম

প্রচ্ছদ /   মন্ত্রীর পদমর্যাদার যে পদ পেলেন সালমান এফ রহমান

মন্ত্রীর পদমর্যাদার যে পদ পেলেন সালমান এফ রহমান

Avatar

সোমবার, জানুয়ারী ৭, ২০১৯

প্রিন্ট করুন

সোমবার (৭ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটায় বঙ্গভবনের দরবার হলে বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ৪৭ সদস্যের নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ নেবেন। এর মধ্যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে এবং বাকি ৪৬ জনের মধ্যে ২৪ জন মন্ত্রী ১৯ জন প্রতিমন্ত্রী ও তিন জন উপমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

এদিকে বিশিষ্ট শিল্পপতি সালমান এফ রহমান এমপি পূর্ণ মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ পাচ্ছেন। আজ সোমবার এ বিষয়ে সরকারি আদেশ জারি হতে পারে। বর্তমানে তিনি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা পদে নিয়োজিত আছেন।

সালমান এফ রহমান প্রথমবারের মতো ঢাকা-১ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হয়েছেন। তিনি এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন