শিরোনাম

প্রচ্ছদ /   বিপিএলে আসছে বিশ্বমানের আধুনিক সকল এজ টেকনোলোজি

বিপিএলে আসছে বিশ্বমানের আধুনিক সকল এজ টেকনোলোজি

Avatar

রবিবার, জানুয়ারী ৬, ২০১৯

প্রিন্ট করুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবারই প্রথম ব্যবহার করা হচ্ছে ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস পদ্ধতি, যার মাধ্যমে খেলোয়াড়রা আম্পায়ারের সিদ্ধান্তে সন্তুষ্ট না হলে পুনরায় বিবেচনার সুযোগ পান। বিপিএলের মত জমজমাট আসরে ডিআরএসএর ব্যবহারে বেশ খুশি হয়েছিলেন দর্শকরা। তবে প্রথম দুই দিনের ম্যাচ শেষে হতাশও হতে হয়েছে।

ডিআরএস সিস্টেম থাকলেও সেটি আসলে আছে শুধু নামেমাত্র। আল্ট্রা এজ প্রযুক্তির ব্যবহার না থাকায় অনেকটা অনুমান করেই তৃতীয় আম্পায়ার জানাচ্ছেন ডিসিশন রিভিউয়ের সিদ্ধান্ত। এতে সঠিক ফলাফল কতটা পাওয়া যাচ্ছে সেই প্রশ্ন থাকছেই। এখন পর্যন্ত মাঠে গড়ানো তিনটি ম্যাচে বিতর্কিত ফলাফলও এসেছে।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, প্রয়োজন হলে শীঘ্রই প্রোডাকশন কর্তৃপক্ষ আল্ট্রা এজ প্রযুক্তির ব্যবস্থা করবে।

তিনি বলেন, ‘আল্ট্রা মোশন আছে, শুধু আল্ট্রা এজটা নেই। আমরা ওদেরকে এটা বলেছি। ওরা বলেছে এখন স্লো মোশন করে দেখছে। সেটি দিয়ে যদি কাভার না করা যায় তাহলে তারা আল্ট্রা এজের ব্যবস্থা করবে।’

সেক্ষেত্রে আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই আল্ট্রা এজ টেকনোলোজি দেখা যেতে পারে বিপিএলের ময়দানে, যা ডিআরএসএর বিতর্কিত হওয়ার সুযোগ কমাবে। জালাল ইউনুস বলেন, ‘আল্ট্রা মোশন দিয়ে শুরু করা হয়েছিল, এটার চেয়ে আল্ট্রা এজ টেকনোলজি ভালো, সেটা ইংল্যান্ড থেকে আসছে, আমরা আশা করছি দুই-তিন দিনের মধ্যে সেটা চলে আসবে।’

বিগত আসরগুলোর মত এবারও রয়েছে সম্প্রচারের মান নিয়ে অসন্তোষ। তবে বিপিএলের ঊর্ধ্বতন এই কর্মকর্তা জানালেন, দর্শকদের কাছে সুদৃষ্টি পেতে অনেক আয়োজনও করেছেন তারা।

জালাল ইউনুস আরও বলেন, ‘প্রায় ৩৪টি ক্যামেরা রয়েছে, সঙ্গে আছে বল ট্র্যাকিং, যাতে দর্শকদের জন্য ভালো হয়। নতুন দায়িত্ব দিয়েছি ওদের। এক-দুই দিন গেলে ঠিক হয়ে যাবে আশা করি।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন