শিরোনাম

প্রচ্ছদ /   যাই হায়দ্রাবাদ তাই সিলেট সিক্সার্সঃ ওয়ার্নার

যাই হায়দ্রাবাদ তাই সিলেট সিক্সার্সঃ ওয়ার্নার

Avatar

রবিবার, জানুয়ারী ৬, ২০১৯

প্রিন্ট করুন
সূত্রঃ বিসিবি

সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে সফলভাবে অধিনায়কত্ব করে উপমহাদেশের ক্রিকেটের সাথে ভালোই পরিচিত হয়েছেন অজি তারকা ডেভিড ওয়ার্নার। স্থানীয় ক্রিকেটারদের জ্ঞান ব্যবহার করে দলকে জেতানোর ফর্মুলা ভালোই জানা এই অজির।

সিলেট সিক্সার্সের হয়ে হায়দ্রাবাদের অভিজ্ঞতাই কাজে লাগাতে দেখা গেছে ওয়ার্নারকে। বোলিংয়ের ক্ষেত্রে স্থানীয় পেসার আল আমিন, তাসকিন আহমেদদের ব্যবহার করতে দেখা গেছে চতুর ভাবে।

আরেক স্থানীয় তারকা ক্রিকেটার সাব্বির রহমানও অধিনায়ককে সাহায্য করছেন তথ্য দিয়ে। কুমিল্লার বিপক্ষে বিপিএলের প্রথম ম্যাচে ১২৭ রান করেও ম্যাচে টিকে ছিলেন শেষ ওভার পর্যন্ত। শেষ পর্যন্ত চার উইকেটে হারলেও অধিনায়ক হিসেবে দারুন ছিলেন ওয়ার্নার।

‘স্থানীয় ক্রিকেটারদের অভিজ্ঞতা ও জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ, প্রতিপক্ষকে বুঝার জন্য এই জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ। সাব্বির আজ মাঠে ভালো সাহায্য করেছে। তাসকিন ও আল আমিন জানে তাদের ফিল্ডিং কি হবে। কোথায় বল করতে হবে সেটা তাঁরা জানে। এটাই আমার অধিনায়কত্বের স্টাইল। আমি বোলারদের তাঁর ২৪টি বলের জন্য দায়িত্বশীল
রাখি।’

বোলারদের নেতৃত্ব নেয়ার ক্ষমতা আছে বলেই মাত্র ১২৭ রান করেও কুমিল্লার মত ব্যাটিং শক্তির দলকে সহজে জয় পেতে দেয়নি সিলেট। তাসকিনের স্পেলের শেষ ওভার ছাড়া বাকি সব বোলাররাই পুরো ম্যাচ জুড়ে চাপ সৃষ্টি করে সফল হয়েছে। তাই হারলেও কুমিল্লার বিপক্ষে ম্যাচ থেকে আত্মবিশ্বাস নিতে পারছে ওয়ার্নার বাহিনী।

‘ওরা আজ দারুন বোলিং বোলিং করেছে। আমি খুশি তাদের পারফর্মেন্সে। এখন আমরা জানি, আমরা ১৩০ রান করেও জয়ের স্বপ্ন দেখতে পারি,’ সংবাদ সম্মেলনে বলেছেন ডেভিড ওয়ার্নার।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন