এবারের বিপিএল শুরু হয়ে গেল আজকেই। কিন্তু এরেই মাঝে চলছে বিগ ব্যাশ। আর এই বিগ ব্যাশকে বাদ দিয়েই বিপিএল খেলতে চলে এসেছেন সন্দীপ লামচানে-আন্দ্রে রাসেলের মতো খেলোয়াড়রা।
কিন্তু সেই তালিকায় ব্যাতিক্রম ছিলেন রশিদ খান। এবার অবশ্য অস্ট্রেলিয়াই থেকে রশিদ জানালেন বিপিএল না খেলার কারণ। এই ব্যাপারে রশিদ বলেন ,’ আমি আসলে বিপিএল খেলার প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু আমি রিজেক্ট করে দিয়েছি। কেননা অস্ট্রেলিয়ার কন্ডিশন আমাকে ২০২০ টি-২০ বিশ্বকাপ খেলতে সাহায্য করবে।’
উল্লেখ্য শুধু রশিদেই নন। বিপিএল খেলতে আসেন বিগ ব্যাশে সুযোগ পাওয়া বাকী আফগান খেলোয়াড়রা। মোহাম্মদ নবী এবং মুজিবররাও আগ্রহ দেখাননি বিপিএলের ব্যাপারে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন