শিরোনাম

প্রচ্ছদ /   বিপিএল খেলতে এসে একেমন মন্তব্য করে বসলেন রবি বোপারা

বিপিএল খেলতে এসে একেমন মন্তব্য করে বসলেন রবি বোপারা

Avatar

শনিবার, জানুয়ারী ৫, ২০১৯

প্রিন্ট করুন

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) প্রথম ম্যাচ থেকেই মিরপুরের হোম অব ক্রিকেটের নিয়ে সমালোচনা শুরু হয়ে গেছে। প্রতি বিপিএলের মত এবারের বিপিএলে মিরপুরের উইকেট ব্যাটসম্যানদের পক্ষে কথা বলে নি।

প্রথম ম্যাচে আগে ব্যাট করা রংপুর ২০ ভয়ার খেলে রান করেছে মাত্র ৯৮, জবাবে সেই লক্ষ্য তাড়া করতে গিয়ে ২০তম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে চিটাগংকে, একই সাথে হারাতে হয়েছে সাত উইকেট।

ছোট ফরম্যাটের টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে এমন ম্যাড়ম্যাড়ে ব্যাটিং স্বভাবতই প্রত্যাশিত নয়। সংবাদ সম্মেলনে এসে নিয়মিত বিপিএল খেলা রংপুরের অলরাউন্ডার রবি বোপারা মিরপুরের উইকেটকে পুরো পৃথিবী থেকেই সম্পূর্ণ আলাদা বলে আখ্যা দিয়েছেন।

‘বাংলাদেশের উইকেট সারা দুনিয়া থেকেই আলাদা। এমন উইকেটের জন্য প্রস্তুত হতে অনেক সময় দরকার। আপনি যদি অপ্রস্তুত হয়ে আসেন, তাদের কঠিন হবে, যদি আপনি ব্যাটসম্যান হন। আপনি নেটে যেই উইকেট পাবেন, মাঠে সেই উইকেট পাবেন না, সম্পূর্ণ ব্যতিক্রম উইকেট। উইকেট সম্পর্কে ধারনা পাওয়া কঠিন।’

রংপুর তাদের প্রথম ম্যাচে ৯৮ রান করে অল আউট হলেও চিটাগংকে ছেড়ে কথা বলেনি মাশরাফিরা। নিয়মিত উইকেট নিয়ে চিটাগংয়ের কাজ কঠিন করে তুলেছিল গতবারের চ্যাম্পিয়নরা।

এমন উইকেটে ১৩০ রান করতে পারলেই জয় নিয়ে মাঠ ছাড়ত রংপুর। রংপুরের হয়ে সর্বোচ্চ ৪৪ রান বোপারার ভাষায়, ‘আমরা এই উইকেটে আরও কিছু রান করতে পারতাম। আমি মনে করি ১৩০ রান এই উইকেটে চ্যালেঞ্জিং হতে পারত। এখানে শট খেলা খুবই কঠিন।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন