শিরোনাম

প্রচ্ছদ /   তবে কি মন্ত্রী মাশরাফিকে দেখা যাবে খেলার মাঠে

তবে কি মন্ত্রী মাশরাফিকে দেখা যাবে খেলার মাঠে

Avatar

শুক্রবার, জানুয়ারী ৪, ২০১৯

প্রিন্ট করুন

নবনির্বাচিত সাংসদ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে মন্ত্রী করার দাবি জানিয়েছে নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ।গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ দাবি জানানো হয়।

মাশরাফি নড়াইল-২ (লোহাগড়া-সদরের একাংশ) আসনের সাংসদ। গতকাল উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন সভাপতি শিকদার আবদুল হান্নান।

অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল করিম, মুনশী আলাউদ্দিন, মো. ফয়জুল হক, সৈয়দ মশিয়ূর রহমান, মো. সালেক মুনশী, শেখ সিহানুক রহমান, শিকদার নজরুল ইসলাম, বি এম কামাল হোসেন, বুলবুল শিকদার, এম এম শরিফুল আলম প্রমুখ।

বক্তারা বলেন, স্বাধীনতার পরে নড়াইলে কেউ মন্ত্রী হননি। তাই বিপুল ভোটে বিজয়ী বিশ্বজোড়া খ্যাতিমান ক্রিকেট তারকা মাশরাফিকে মন্ত্রী করা হোক।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন