আগামী ৫ই জানুয়ারি পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর। এবার ব্যাট এবং বল দুই বিভাগে দারুন শক্তিশালী দল গঠন করেছে রংপুর রাইডার্স। আর এই দলটি এবার বিপিএলে করতে পারে বাজিমাত। এদিকে উদ্বোধনী ম্যাচে দেখা যাবে না টি-টুয়েন্টির থ্রি সিক্সটি ডিগ্রি নামে খ্যাত ডি ভিলিয়ার্সকে, কারণ তিনি পরে আসবেন। কিন্তু সিলেট ম্যাচে যোগ দিবেন তিনি।
এদিকে দলে আছে বাংলাদেশ ওয়ানডে দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, তাছাড়া আছে টি-টুয়েন্টির ব্যাটিং দানব ক্রিস গেইল, একই সাথে আছে টি-টুয়েন্টির থ্রি সিক্সটি ডিগ্রি নামে খ্যাত ডি ভিলিয়ার্স, তাছাড়া আরও আছে আলেক্স হেলস, রবি বোপারা, রাইলি রুশো, বিনি হাওয়েল, সেন উইলিয়ামস, সেলডন কোটরেলের মত নামিদামি খেলোয়াড়। তাছাড়া বাংলাদেশীদের মধ্যে আছে মোহাম্মদ মিঠুন, সফিউল ইসলাম, মেহেদী মারুফ সহ আরও অনেকেই।
কেমন হতে পারে এই দলটির সেরা একাদশ?
উদ্বোধনী ম্যাচে রংপুর রাইডার্সের সম্ভাব্য একাদসঃ ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, মোহাম্মদ মিঠুন, সেন উইলিয়ামস, রবি বোপারা, মেহেদী মারুফ, নাদিফ চৌধুরী, সোহাগ গাজী, মাশরাফি মর্তুজা, শাফিউল ইসলাম, নাজমুল ইসলাম অপু।
রংপুর রাইডার্স দল:
মাশরাফি বিন মর্তুজা, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, সফিউল ইসলাম, সোহাগ গাজী, ফরহাদ রেজা, মেহেদী মারুফ, নাহিদুল ইসলাম, নাদিফ চৌধুরী, আবুল হাসান রাজু, ফরদিন হোসাইন অ্যানি, ক্রিস গেইল, ভিলিয়ার্স, আলেক্স হেলস, রবি বোপারা, রাইলি রুশো, বিনি হাওয়েল, সেন উইলিয়ামস, সেলডন কোটরেল।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন