গতবার দুর্দান্ত শুরুর পরও পরবর্তীতে ভাল পারফরমেন্স করতে ব্যার্থ হয় সিলেট সিক্সার্স। সে কারনেই এবার ওয়ার্নার-লিটন দাসদের মারকুটে ব্যাটসম্যান আর ইরফান-তাসকিনের মতো দ্রুত গতির বোলারদের নিয়ে দল সাজিয়েছে সিলেট সিক্সার্স। এবারের দলের নেতৃত্ব দিবেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার।
বাংলাদেশের ক্রিকেটের জনপ্রিয় মুখ লিটন দাস, নাসির হোসেন, সাব্বির রহমানকে নিয়ে এবারের বিপিএলের দল সাজিয়েছে সিলেট। এছাড়া ভবিষ্যৎ তারকা আফিফ হোসেন ধ্রুব ও ইনজুরি আক্রান্ত তাসকিন আহমেদকে নিয়ে দেশীয় ভারসাম্য রক্ষা করেছে দলটি।
ড্রাফটের আগে অস্ট্রেলিয়ার মারকুটে ওপেনার ডেভিড ওয়ার্নারকে দলে নিয়ে চমকে দেয় চায়ের দেশের দলটি। বল টেম্পারিংয়ের অভিযোগে এক বছরের নিষেধাজ্ঞা থাকার কারণে জাতীয় দল থেকে বাইরে রয়েছেন ওয়ার্নার। তবু বিশ্বের বিভিন্ন প্রান্তের ফ্রাঞ্চাইজি ভিত্তিক লিগগুলো দাপিয়ে বেড়াচ্ছেন বাম-হাতি এই ব্যাটসম্যান।
এ ছাড়া পাকিস্তানি অলরাউন্ডার সোহেল তানভির, মোহাম্মদ নাওয়াজ ও মোহাম্মদ ইরফানকে এবং নেপালি স্পিনার স্বন্দিপ লামিচানে, ইমরান তাহিরকে দলে নিয়ে শক্তিশালী বোলিং আক্রমন তৈরি করেছে সিক্সার্সরা।
সিলেট সিক্সার্স
দেশি ক্রিকেটার
লিটন দাস (আইকন), নাসির হোসেন, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন হোসেন, তৌহিদ হৃদয়, নাবিল সামাদ, এবাদত হোসেন, অলক কাপালি, জাকির আলী, মেহেদি হাসান রানা।
বিদেশি ক্রিকেটার
সোহেল তানভির (পাকিস্তান), ডেভিড ওয়ার্নার(অস্ট্রেলিয়া), ইমরান তাহির, মোহাম্মদ নাওয়াজ, সন্দীপ লামিচানে (নেপাল), ফ্যাবিয়ান অ্যালেন(ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ ইরফান(পাকিস্তান), গুলবাদিন নাইব(আফগানিস্তান), আন্দ্রে ফ্লেচার(ওয়েস্ট ইন্ডিজ), প্যাট ব্রাউন(ইংল্যান্ড), নিকোলাস পুরান(ওয়েস্ট ইন্ডিজ)।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন