আগামী ৫ই জানুয়ারি পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের। আর বিপিএলে প্রথমবারের মতো খেলতে আসবেন অস্ট্রেলিয়ার সাবেক সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এবারের বিপিএলে সিলেট সিক্সার্সের জার্সিতে মাঠ মাতাবেন তিনি। একই সঙ্গে দলের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করবেন তিনি।
সিলেট সিক্সার্সের হয়ে খেলবেন সাব্বির রহমান। সিলেটের অধিনায়ক ওয়ার্নারের কাছ থেকে ক্রিকেটের খুঁটিনাটি বিষয়ে শিক্ষা নিতে চান এবং ওয়ার্নারের সাথে ভালো বন্ধুত্ব করতে চান সাব্বির। আজ মিরপুরে অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটিই জানিয়েছেন সাব্বির।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তাঁর সাথে থাকতে থাকতেই একটা ভালো বন্ধুত্ব হলে সে নিজে থেকেই আমাদের তাঁর অভিজ্ঞতা শেয়ার করবে। আসলে জিজ্ঞেস করার কিছু নেই। ও কিভাবে থাকে, ও কিভাবে খেলে, ওর সাথে থাকতে থাকতে খেলতে খেলতেই অনেক কিছু শেখা যাবে। ওকে প্রশ্ন করে তো সবসময় জবাব পাওয়া যাবে না।’
তিনি আরো বলেন, ‘অবশ্যই সে অনেক ভালো প্লেয়ার। তাঁর অভিজ্ঞতা অনেক। অবশ্যই তাঁর দলে থাকাটা অনেক ভালো দিক। ওর মত বড় প্লেয়ারের অভিজ্ঞতা যদি আমাদের মাঝে শেয়ার করে, আমরা যদি ওকে ফলো করি, আমরা যদি বাকি দশজন সাপোর্ট করতে পারি, তাহলে ভালো কিছু আসবে।’
এছাড়াও দল নিয়ে সাব্বির বলেন, ‘গতবার আমরা ভালো শুরু করেছিলাম। এবারো চেষ্টা করব, আমাদের দল ভালো এবার। দেখা যাক কি হয়।’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন