বিদায় নিয়েছে ২০১৮ সাল। নতুন বার্তা নিয়ে এসেছে ২০১৯ সাল। বিদায়ী বছরে আন্তর্জাতিক ক্রিকেটে বেশ চমক দেখেছে ক্রিকেট বিশ্ব। পারফরম্যান্সের উপর ভিত্তি করে অনেক দলের উন্নতি হয়েছে এবং অবনতি হয়েছে অনেকে দলের।
তেমনি আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে দলগুলোর অবস্থান এবার দেখে নিন-
১/ পাকিস্তান – ১৩৮ রেটিং২/ ভারত – ১২৬ রেটিং৩/ ইংল্যান্ড – ১১৮ রেটিং৪/ অস্ট্রেলিয়া – ১১৭ রেটিং৫/ দক্ষিণ আফ্রিকা – ১১৪ রেটিং৬/ নিউজিল্যান্ড – ১১২ রেটিং৭/ ওয়েস্ট ইন্ডিজ – ১০১ রেটিং৮/ আফগানিস্তান – ৯২ রেটিং৯/ শ্রীলঙ্কা – ৮৭ রেটিং১০/ বাংলাদেশ – ৭৭ রেটিং১১/ স্কটল্যান্ড – ৬২ রেটিং১২/ জিম্বাবুয়ে – ৫৫ রেটিং১৩/ আরব আমিরাত – ৫০ রেটিং১৪/ নেদারল্যান্ডস – ৫০ রেটিং১৫/ হংকং – ৪২ রেটিং১৬/ ওমান – ৩৯ রেটিং১৭/ আয়ারল্যান্ড – ৩৪ রেটিং
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন