বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসরে খেলতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকান লেগ স্পিনার ইমরান তাহির ও পাকিস্তানি স্পিনার মোহাম্মদ নাওয়াজ। প্লেয়ার ড্রাফট থেকে অবশ্য দল পাননি দুজনের কেউই। তবে এই দুই ক্রিকেটারকে সম্প্রতি দলে ভিড়িয়েছে আসরের অন্যতম জনপ্রিয় দল সিলেট সিক্সার্স।
রবিবার (২৩ ডিসেম্বর) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে এই দুই ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করার ব্যাপারে ঘোষণা দেয় সিলেট সিক্সার্স কর্তৃপক্ষ। প্রথমে ইমরান তাহিরকে দলে নেওয়া প্রসঙ্গে দেওয়া এক ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়, ‘দক্ষিণ আফ্রিকার অবিশ্বাস্য গুগলি স্পেশালিষ্ট, এক এবং একমাত্র ইমরান তাহির এখন একজন সিক্সার!’
এর প্রায় পাঁচ মিনিট পর আরও একটি পোস্টে পাকিস্তানি স্পিনার মোহাম্মদ নাওয়াজকে দলে ভেড়ানোর কথা জানায় সিলেট সিক্সার্স। ঐ পোস্টে উল্লেখ করা হয়, ‘আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, বিপিএলের আগামী আসরে সিলেট সিক্সার্সের অংশ হয়ে থাকছেন মোহাম্মদ নাওয়াজ। সিক্সার্স পরিবারে স্বাগতম!’
এবারের আসরে সিলেট সিক্সার্সের অধিনায়কের দায়িত্ব পালন করবেন অস্ট্রেলিয়ার সাবেক সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। বিদেশি ক্যাটাগরিতে দলটিতে আরও রয়েছেন সন্দ্বীপ লামিচানে, ফাবিয়ান অ্যালেন, নিকোলাস পুরান, আন্দ্রে ফ্লেচারের মত পরীক্ষিত ক্রিকেটাররা।
এছাড়া দেশি ক্রিকেটারদের মধ্যে ধরে রাখা দুই ক্রিকেটার সাব্বির রহমান ও নাসির হোসেনের পাশাপাশি দলটি নতুন আসরের জন্য দলভুক্ত করেছে লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, অলক কাপালির মত ক্রিকেটারদেরকে।
এক নজরে বিপিএলে সিলেট সিক্সার্স স্কোয়াড–
দেশি: সাব্বির রহমান, নাসির হোসেন, লিটন কুমার দাস, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, তৌহিদ হৃদয়, নাবিল সামাদ, এবাদত হোসেন, অলক কাপালি, জাকের আলী অনিক, মেহেদি হাসান রানা।
বিদেশি: ডেভিড ওয়ার্নার, সন্দ্বীপ লামিচান, সোহেল তানভীর, ফাবিয়ান অ্যালেন, মোহাম্মদ ইরফান, গুলাবউদ্দীন নাইব, আন্দ্রে ফ্লেচার, প্যাট ব্রাউন, নিকোলাস পুরান, ইমরান তাহির, মোহাম্মদ নাওয়াজ।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন